Realme এর নাম্বার সিরিজ প্রতিবছর লঞ্চ হওয়া কোম্পানির সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলির মধ্যে অন্যতম। কোম্পানির আগের মডেল লঞ্চের প্রায় পাঁচ মাস পর জানুয়ারি মাসে Realme 14 Pro এবং Pro+ ফোনটি পেশ করা হবে। 3C, গীকবেঞ্চ এবং অন্যান্য প্ল্যাটফর্মে আপকামিং ফোনগুলি লিস্টেড হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং কালার টিজ করা হচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে আসা টিজারের মাধ্যমে ফোনটি Suede Grey কালার, ডিজাইন এবং ডিসপ্লে সহ দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।
আরও পড়ুন: নতুন Dimensity 8400 চিপসেট সহ আসতে চলেছে Realme Neo 7 SE, প্রকাশ্যে এল টিজার ডিটেইলস
Realme 14 Pro সিরিজের নতুন কালার এবং ডিজাইন
- আমরা আগেই জানিয়েছিল Realme 14 Pro সিরিজ পার্ল হোয়াইট এবং গ্রে (Suede Grey) কালার অপশনে পেশ করা হবে।
- গ্রে ভেরিয়েন্টটি ভেগান লেদারে তৈরি এবং টিজার ভিডিওর মাধ্যমে একটি টেক্সচার ফিনিশ সহ দেখা গেছে।
Dive into the luxurious unboxing of the #realme14ProSeries5G. From vegan suede leather to an eye-comforting 1.5K AMOLED display—it’s a sight to behold!
Know more: https://t.co/vQV3iG8O7N pic.twitter.com/eXrWF94UPf
— realme (@realmeIndia) December 25, 2024
- এই ফোনদুটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP66+IP68+IP69 রেটিং দেওয়া হবে। IP69 রেটিং অর্থাৎ হাই প্রেসার, মাপ ও ধুলো থেকে সুরক্ষা করবে।
- টিজার অনুযায়ী ভেগন লেদারের ফিনিশ হাইড্রোফোবিক দেখাচ্ছে, অর্থাৎ জল থেকে সুরক্ষা দেবে। ফোনের ব্যাক প্যানেলে কোয়াড-কার্ভ হবে। এতে একটি স্মুথ গ্রিপ দেওয়া হবে।
- আপকামিং ফোনটি থিকনেস মাত্র 7.55 মিমি। অন্যদিকে 13 প্রো + ফোনের থিকনেস 8.2 বা 8.4 মিমি হতে পারে। এছাড়াও ফোনের কালার পরিবর্তন ফিচার এবং অন্যান্য ডিজাইন স্পেসিফিকেশন জানার জন্য এখানে ক্লিক করুন।
Realme 14 Pro সিরিজের ডিটেইলস
- Realme 14 Pro সিরিজে 1.5k রেজোলিউশন, 93.8 শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং 3,840MHz PWM ডিমিং সাপোর্ট থাকবে। এই ফোনটি 42 ডিগ্রী “গোল্ডেন” ক্যাবচার এবং 1.6mm স্লিম বেজাল সহ AMOLED ফিচার যোগ করা হবে। তবে Realme 13 Pro+ ফোনে 1080 x 2412 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড AMOLED প্যানেল দেওয়া হয়েছিল।
- কোম্পানির পক্ষ থেকে ক্যামেরাতে ম্যাজিক্যাল ট্রিপল ফ্ল্যাশ থাকবে, যা কম আলোতে ছবি তোলার সময় নেচেরাল স্কিন টোন বজায় রাখবে বলে জানানো হয়েছে।
- জানিয়ে রাখি 2025 সালের জানুয়ারি মাসে Realme 14 Pro সিরিজ ভারতে পেশ করা হবে।