ভারতে লঞ্চ হতে চলেছে Realme 14 Pro সিরিজ, দেখে নিন টিজার ডিটেইলস

রিয়েলমি ভারতে তাদের 14 Pro সিরিজের লঞ্চ ঘোষণা করেছে। এই সিরিজের অধীনে Realme 14 Pro এবং Realme 14 Pro Plus 5G ফোনগুলি রয়েছে। এই সিরিজ আগের Realme 13 Pro সিরিজের সাক্সেসার হিসেবে পেশ করা হবে। এই বছর জুলাই মাসে এই সিরিজ লঞ্চ করা হয়েছিল। এই আপকামিং ফোন সম্পর্কে ব্র্যান্ড জানিয়েছে এই ফোনের ক্যামেরা যথেষ্ট ফিউচার প্রুফ হতে চলেছে। একইসঙ্গে ফোনের চিপসেট সম্পর্কেও জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং সিরিজের ডিটেইলস সম্পর্কে।

Realme 14 Pro সিরিজের টিজার ডিটেইলস

  • Realme 14 Pro সিরিজে Snapdragon 7s Gen 3 প্রসেসর দেওয়া হবে বলে জানানো হয়েছে।
  • realme 14 Pro 5G এবং 14 Pro+ 5G ফোনদুটিতে একই চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। কারণ আগের মডেলে Snapdragon 7s Gen 2 চিপসেট ছিল।
  • কোম্পানির বক্তব্য অনুযায়ী চিপসেটে স্মুথ গেমপ্লে এবং মাল্টিটাস্কিঙের জন্য আরও ভালো CPU এবং GPU পারফরমেন্স পাওয়া যাবে।
  • Realme 14 Pro সিরিজে পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই সিরিজের দুটি মডেলেই এই লেন্স থাকবে, না কি শুধুমাত্র Pro+ 5G মডেলেই দেওয়া হবে তা পরবর্তী সময়ে জানা যাবে।

  • আপকামিং Realme 14 Pro সিরিজের মডেলে AI ক্ল্যারিটি 2.0 মতো ফিচার দেওয়া হবে, যা কম রেজোলিউশনের ছবিও ভালোভাবে তুলতে সাহায্য করবে।
  • এটি আরও বেশি স্পষ্টতার জন্য কম ক্যাপাসিটির ক্যামেরায় তোলা পুরনো ছবির সঙ্গে কাজ করবে।
  • ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে Realme 14 Pro সিরিজে AI সহ ইমেজ স্টেবলাইজেশন ইফেক্ট এবং ক্লিয়ার ইমেজের জন্য OIS সহ কাজ করবে।

Realme পক্ষ থেকে আপকামিং Realme 14 Pro সিরিজে বেস কিছু দারুণ আপগ্রেড দেওয়া হবে বলে জানানো হয়েছে। পরবর্তী সময়ে কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে জানানো হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে অফিসিয়ালি এই ফোনের লঞ্চ ডেট এখনও পর্যন্ত জানানো হয়নি, কিন্তু রিপোর্ট অনুযায়ী এটি জানুয়ারি মাসে লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি আগের সিরিজের মতো এই সিরিজেও প্রো এবং ভ্যানিলা মডেল লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে কোম্পানি Realme 14 Pro ফোনটি সিরিজের সঙ্গে পেশ করবে না আলাদাভাবে সেই বিষয়ে পরবর্তী সময়ে জানা যাবে

আমরা এক্সক্লুসিভ আপকামিং Realme 14 Pro ফোনের RAM এবং স্টোরেজ সম্পর্কে জানিয়েছিলাম। এই ফোনটি 8GB + 128GB, 8GB + 256GB এবং 12GB + 512GB স্টোরেজ অপশন ও Suede Grey এবং Pearl White কালার অপশনে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। মনে করিয়েদিই Realme 13 Pro এবং 13 Pro+ 5G ফোনদুটি যথাক্রমে: 26,999 টাকা এবং 32,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here