Realme লঞ্চ করল 6,000mAh ব্যাটারি এবং দুর্দান্ত ওয়াটারপ্রুফ সহ স্মার্টফোন, জেনে নিন দাম

বেশ কিছু দিন আগেই আমরা জানিয়েছিলাম কোম্পানি প্রথমে রিয়েলমি 14 সিরিজের 14এক্স মডেলটি লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি লঞ্চ করা হয়েছে। ভারতীয় বাজারে স্মার্টফোনটি 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে আইপি69 রেটিং এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme 14x 5G স্মার্টফোনটির স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

realme 14x 5G এর দাম এবং অফার ডিটেইলস

কোম্পানির পক্ষ থেকে realme 14x 5G ফোনটি 6GB এবং 8GB RAM ও 128GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। 6GB RAM ভেরিয়েন্টের দাম 14,999 টাকা এবং 8GB RAM ভেরিয়েন্টের দাম 15,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি ফ্লিপকার্ট এবং অফলাইন স্টোরের মাধ্যমে সেল করা হবে। এই ফোনটিতে 1,000 ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হচ্ছে।

realme 14x 5G এর স্পেসিফিকেশন

ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে realme 14x 5G ফোনটি পলিকার্বোনেট প্ল্যাস্টিক বডি সহ পেশ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেল আরও স্মার্ট দেখানোর জন্য ডায়মন্ড কাট ডিজাইন দেওয়া হয়েছে। এই ফোনটি অত্যন্ত স্লিম এবং থিকনেস 7.94 এমএম ও ওজন 197 গ্রাম রয়েছে। এই ফোনটির বিশেষত্ব হল জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য এতে আইপি69 রেটিং সহ পেশ করা হয়েছে। এর ফলে ফোনটি আধ ঘন্টা পর্যন্ত দেড় মিটার গভীর জলে থাকলেও কোনো ক্ষতি হবে না। একইসঙ্গে ফোনটিতে ভেজা হাতেও ব্যাবহার করার জন্য স্মার্ট রেট টাচ ফিচার যোগ করা হয়েছে।

এছাড়াও এই ফোনে SonicWave Water Ejection ফিচার রয়েছে, এর সাহায্যে ফোনের মধ্যে জল ঢুকলে এটি নিজে থেকেই জল বের করে দেবে। কোম্পানির পক্ষ থেকে ফোনটি ক্রিস্টাল ব্ল্যাক, গোল্ডেন গ্লো এবং জুয়েল রেড সহ তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে।

ডিসপ্লে

realme 14x 5G ফোনটি 6.67 ইঞ্চির স্ক্রিন সহ পেশ করা হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 240Hz টাচ স্যাম্পেলিং সাপোর্ট করে। এই ফোনটিতে চারটি লেবেলের রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে, যা কন্টেন্ট অনুযায়ী নিজে থেকেই 50Hz, 60Hz,90Hz এবং120Hz শিফট হয়ে যাবে। এই ফোনে 500 নিটস টিপিকাল এবং 625 নিটস পীক ব্রাইটনেস দেওয়া হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত স্ক্রিনের প্যানেল প্রোটেকশন সম্পর্কে কিছু জানানো হয়নি।

প্রসেসর

প্রসেসিঙের জন্য ফোনটি 2.4 GHz হাই ক্লক স্পীডযুক্ত Dimensity 6300 5G অক্টাকোর প্রসেসর সহ পেশ করা হয়েছে। একইসঙ্গে হেভি গেমিং এক্সপিরিয়েন্সের জন্য ফোনে ARM G57 MC2 জিপিইউ গ্রাফিক্স যোগ করা হয়েছে।

স্টোরেজ

realme 14x 5G ফোনে LPDDR4X ফিচার সহ 6GB এবং 8GB RAM দেওয়া হয়েছে। এই ফোনে স্টোরেজের জন্য EMMC 5.1 ফিচার সহ 128GB স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য ফোনে AI ফিচারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এই সেন্সরে F/1.8 অ্যাপারচারযুক্ত 75.5 ডিগ্রী ফিল্ড অফ ভিউ সাপোর্ট করে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত ফোনের সেকেন্ডারি সেন্সর সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। একইভাবে সেলফির জন্য ফোনে f/2.0 অ্যাপারচারযুক্ত 8MP ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

কোম্পানির পক্ষ থেকে realme 14x 5G ফোনটি 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here