কনফার্ম হল realme 15 এবং realme 15 Pro 5G স্মার্টফোনের ভারতীয় লঞ্চ, দেখে নিন ডিটেইলস

অবশেষে realme তাদের realme 15 সিরিজের সম্পর্কে জানিয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 24 জুলাই এই সিরিজের অধীনে realme 15 5G এবং realme 15 Pro 5G ফোনগুলি লঞ্চ করা হবে। এই ফোনদুটির লঞ্চ ডেট ঘোষণার সঙ্গেই আপকামিং ডিভাইসগুলির ইমেজও শেয়ার করেছে। এই ছবির মাধ্যমে ফোনগুলির ডিজাইন স্পষ্ট দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme 15 সিরিজের ফিচার, ডিজাইন ও লঞ্চ ডিটেইলস সম্পর্কে।

realme 15 Series এর ভারতীয় লঞ্চ ডেট

  • নিচে দেওয়া টিজার ইমেজের মাধ্যমে দেখানো হয়েছে আগামী 24 জুলাই realme 15 সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ করা হবে।
  • কোম্পানির পক্ষ থেকে বিকেল 7টা সময়ে ফোনদুটি ভারতের বাজারে পেশ করা হবে।
  • কোম্পানি তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে বলিউড অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal) এর নাম ঘোষণা করেছে।
  • টিজারের লেখা দেখে জানা গেছে আপকামিং realme 15 5G এবং realme 15 Pro 5G ফোনগুলিতে অসাধারণ ফটোগ্রাফি উপভোগ করা যাবে।

realme 15 সিরিজের ডিজাইন এবং কালার

Realme 15 5G এবং Realme 15 Pro 5G ফোনে ফ্ল্যাট রেয়ার এবং সাইড প্যানেল রয়েছে। ব্যাক প্যানেলে বাঁদিকের কোণায় একটি আয়তকার শেপের ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে, এর ক্যামেরা সেন্সের সহ তিনটি গোলাকার কাটআউট রয়েছে। ইমেজের মাধ্যমে মডিউলের পাশের ক্যামেরা ইউনিটের উপরে ও নিচে দুটি এলইডি ফ্ল্যাশলাইট সহ তৃতীয় ক্যামেরা ইউনিটে RGB এলইডি লাইট রিং দেখা যাচ্ছে। অন্যদিকে Realme 15 Pro ফোনটি Flowing Silver, Velvet Green এবং Silk Purple এর মতো তিনটি কালার সহ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।

realme 15 সিরিজের স্পেসিফিকেশন

  • কোম্পানির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে রিয়েলমি প্রো মডেলে ফ্ল্যাগশিপ ফিচার দেওয়া হবে, জা সাধারণত রিয়েলমি ফোনের “প্লাস” মডেলে দেওয়া হত।
  • এই সিরিজের নেক্সট জেনারেশনে AI ফিচার থাকবে। এর বিশেষত্ব হল ফোনটিতে AI Edit Genie থাকবে, এটি একটি ভয়েস অ্যাসিস্টেন্স ফটো এডিটিং টুল। এই ফিচার ভয়েস কমান্ডের মাধ্যমে ফটো এডিট করা যাবে।
  • সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী realme 15 সিরিজে Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। এটি আগের মডেলের তুলনায় আপগ্রেডেড হবে।
  • realme 15 ফোনটি 8GB RAM + 128GB স্টোরেজ ও টপ মডেল 12GB RAM + 512GB ইন্টারনাল স্টোরেজ সহ পেশ করা হতে পারে।
  • realme 15 Pro ফোনটিতে 8GB এবং 12GB RAM সহ লঞ্চ করা হতে পারে। এতে 128GB, 256GB এবং 512GB স্টোরেজ থাকতে পারে।
  • realme 15 সিরিজে 80W ওয়্যাড ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here