শাওমি রেডমি নোট 7 কে টক্কর দিতে এসে গেল রিয়েলমি 3, এতে আছে কম দামে অসাধারণ স্পেসিফিকেশন

গত বছর ওপ্পো তাদের নতুন অনলাইন ব্র‍্যান্ড রিয়েলমির সূচনা করে এবং লঞ্চের সময় থেকেই এই ফোন সমালোচনার শীর্ষে উঠে থাকে। যদিও পরে রিয়েলমি একটি ব্র‍্যান্ডে পরিণত হয় এবং দাম ও স্পেসিফিকেশনের দিক থেকে ভারতে একে শাওমির নিকটতম প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। গত বছর কোম্পানি রিয়েলমি 1, রিয়েলমি 2, রিয়েলমি 2 প্রো, রিয়েলমি সি1 ও রিয়েলমি ইউ1 নামে 5টি ফোন লঞ্চ করে। এবার কোম্পানি রিয়েলমি 3 লঞ্চ করেছে এবং এই ফোনটি নিয়েও যথেষ্ট সমালোচনা চলছে। ভারতে এই ফোনটি অনলাইন স্টোর ফ্লিপকার্টে আছে যেখানে এর সেল 12 মার্চ দুপুর 12টা থেকে শুরু করা হতে পারে। ভারতে এর প্রাথমিক দাম 8,999 টাকা।

ফোনটি লঞ্চের সময় কোম্পানির সিইও মাধব শেঠ রিয়েলমির এই আপগ্ৰেডেড ভার্সন সম্পর্কে তথ্য দিয়ে দিয়েছে। তিনি জানিয়েছেন,।”এপ্রিলে রিয়েলমি 3 প্রো লঞ্চ করা হবে যা রেডমি নোট 7 প্রোর থেকে বেশি শক্তিশালী হবে।” তিনি একথা টুইট করেও বলেছেন।

ডিজাইন
এই ফোনটির লুক অত্যন্ত আকর্ষণীয়। রিয়েলমি 3 এর বডি গ্লাসের তৈরি এবং এর ব‍্যাক প‍্যানেলে ডায়মন্ড টেক্সচার দেখা যাবে। কোম্পানি গত বছর রিয়েলমি 1 ফোনেও ডায়মন্ড টেক্সচার ব‍্যবহার করেছে তবে এবার গ্ৰেডিয়েন কালারে ফোনটি আরও আকর্ষণীয় লাগবে। ফোনের কোণা একটু বেশি কার্ভ এবং ফোনটি ধরার সময় সুবিধা হবে।

ডিসপ্লে
এই ফোনে 6.2 ইঞ্চির স্ক্রিন আছে। কোম্পানি ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 88.30% এবং এতে এইচডি+ স্ক্রিন রেজলিউশন আছে। এই ফোনের স্ক্রিন গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্ট করা হয়েছে। কোম্পানি গোরিলা গ্লাসের ভার্সন সম্পর্কে কিছু জানায়নি। এতে ডিউড্রপ নচ আছে। ফোনটি বেজল লেস হ‌ওয়ায় এতে বড় স্ক্রিন থাকা সত্ত্বেও ফোনটি যথেষ্ট কম্প‍্যাক্ট।

হার্ডওয়্যার ও সফ্টওয়্যার
এই ফোনটি মিডিয়াটেক হেলিও পি70 চিপসেটে কাজ করে এবং দামের তুলনায় এটি অত্যন্ত অ্যাডভান্সড। এতে 2.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। ভারতীয় বাজারে কোম্পানি ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করেছে। রিয়েলমি 3 এর মেমরি মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6.0 তে কাজ করে।

ক‍্যামেরা
রিয়েলমি 3 তে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের। এই বড় সেন্সর কম আলোতেও ভালো ফোটো তুলতে পারে। দ্বিতীয় সেন্সরটি 2 মেগাপিক্সেলের এবং এটি ডেপ্থ সেন্সিঙের কাজ করে। এই ফোনে পিডিএএফ, ফাস্ট ফোকাস, নাইট স্কেপ, পোর্ট্রেট মোড ও ক্রোমা বুস্টের মতো অপশন পাওয়া যাবে।

সেলফির জন্য এই ফোনে 13 মেগাপিক্সেলের এআই ক‍্যামেরা সেন্সর আছে। এই সেন্সরটি এফ/2.0 অ্যাপার্চারযুক্ত। এছাড়া এতে বিউটিফিকেশন মোড ও এইচডিআর অপশন আছে।

কানেক্টিভিটি ও সিকিউরিটি ফিচার
এটি একটি ডুয়েল সিম ফোন এবং দুটি সিমেই 4জি ভোএলটিই ব‍্যবহার করা যাবে। এর সঙ্গে ওয়াইফাই ও ব্লুটুথ সাপোর্ট পাওয়া যাবে। ডেটা ট্রান্সফার ও চার্জিঙের জন্য এতে মাইক্রো ইউএসবি পোর্ট আছে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে ফেস আনলক ফিচার‌ও আছে।

ব‍্যাটারী
কোম্পানি এতে 4,230 এম‌এএইচের ব‍্যাটারী দিয়েছে। ফোনের সঙ্গে 5 ভোল্টের 2 অ্যাম্পিয়ারের চার্জার পাওয়া যাবে।

রিয়েলমি 3 এর 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 8,999 টাকা। 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে। সবচেয়ে বড় কথা এইচডিএফসি কার্ডের সাহায্যে কেনাকাটা করলে পাওয়া যাবে 500 টাকা ইন্ট‍্যান্ট ডিসকাউন্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here