লঞ্চ হল Realme 7i, এতে আছে 8GB RAM, 64MP ক‍্যামেরা ও 5000mAh ব‍্যাটারী

টেক কোম্পানি Realme এই মাসের শুরুতে ভারতীয় বাজারে তাদের নতুন ‘Realme 7’ সিরিজ পেশ করেছিল। এই সিরিজে Realme 7 ও Realme 7 Pro ফোন করা হয়েছিল। আজ আন্তর্জাতিক মঞ্চে এই সিরিজের‌ই একটি নতুন ফোন Realme 7i নামে লঞ্চ করেছে। এই ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লে ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে মিড বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয়েছে যা আপাতত ইন্দোনেশিয়াতে সেল করা হবে।

আরও পড়ুন: ভারতে আসছে POCO X3, জেনে নিন কবে লঞ্চ ও দাম কত

Realme 7i

কোম্পানির পক্ষ থেকে Realme 7i ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 1600 × 720 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে আছে। ফোনটির স্ক্রিন ওয়াটারপ্রুফ করার জন্য এতে P2i কোটিং ব‍্যবহার করা হয়েছে। এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেসরেটে কাজ করে। ডিসপ্লের ওপরের বাঁঁদিকের কোণায় পাঞ্চ হোলের মধ্যে সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Realme 7i ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সঙ্গে পেশ করা হয়েছে যা রিয়েলমি ইউআইতে কাজ করে। এছাড়া এই ফোনটি 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে 11 ন‍্যানোমিটার টেকনিকে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে  রান করে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এই নতুন ফোনে অ্যাড্রিনো 610 জিপিইউ যোগ করা হয়েছে। এতে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

আরও পড়ুন: 6GB RAM এর সঙ্গে ওয়েবসাইটে লিস্টেড হল Samsung Galaxy F41, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

ফোটোগ্রাফির জন্য Realme 7i তে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স ও একটি 2 মেগাপিক্সেলের B&W সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে এফ/2.1 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের Sony IMX471 সেন্সর আছে।

Realme 7i একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে সিকিউরিটির জন্য ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার যোগ করা হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 7i তে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়াতে ফোনটি Aurora Green ও Polar Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে ভারতীয় দরে 15,900 টাকা।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here