আবারও রিয়েলমি তাদের লো বাজেট ‘সি’ সিরিজে নতুন ফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি মার্কেটে কোম্পানির ‘সি’ সিরিজে Realme C20A নামের স্মার্টফোন লঞ্চ করা হবে। রিয়েলমি এই ফোনটি বাংলাদেশের টেক মার্কেটে পেশ করবে। রিয়েলমি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে এই কথা জানিয়েছে। এই পোস্টে কোম্পানির পক্ষ থেকে আপকামিং Realme C20A ফোনটির ব্যাটারি ও স্ক্রিন সাইজ সম্পর্কে জানানো হয়েছে। মনে করিয়ে দিই এর আগে কোম্পানি ভারতের টেক মার্কেটে তাদের ‘সি’ সিরিজের Realme C20, Realme C21 এবং Realme C25 স্মার্টফোন পেশ করেছে।
আরও পড়ুন: Google Pixel 6 এ হবে iphone এর মতো শক্তিশালী ফিচার, বদলে যাবে ফোন ব্যবহার করার পদ্ধতি
Realme C20A এর লঞ্চ ডেট
এই মাসের শেষের দিকে বাংলাদেশের মার্কেটে Realme C20A ফোনটি লঞ্চ করা হতে পারে। বাংলাদেশে ঈদ উপলক্ষে এই ফোনটি শেয়ার করা হবে বলে রিয়েলমি তাদের পোস্টে উল্লেখ করেছে। মনে করা হচ্ছে আগামী 12 মের আশেপাশে ফোনটি লঞ্চ করা হতে পারে।
থাকবে 5,000 এমএএইচের ব্যাটারি
লঞ্চ ডেট টীজ করার পাশাপাশি রিয়েলমি তাদের এই আপকামিং ডিভাইসের কিছু ফিচার সম্পর্কেও জানিয়েছে। কোম্পানি জানিয়ে দিয়েছে তাদের আগামী Realme C20A ফোনটিতে 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হবে। এছাড়া এই ফোনে 6.5 ইঞ্চির ডিসপ্লে থাকবে। মনে করা হচ্ছে যেহেতু ফোনটি বাজেট ক্যাটাগরিতে পেশ করা হবে তাই এতে LCD প্যানেল ব্যবহার করা হতে পারে। আশা করা হচ্ছে এতে Realme C20 এর মতো কিছু ফিচার থাকবে।
আরও পড়ুন: Infinix Hot 10S ভারতে 48MP ক্যামেরা, 6000mAh ব্যাটারী আর Helio G85 SoC এর সাথে জলদিই লঞ্চ হবে
Realme C20
কোম্পানির পক্ষ থেকে Realme C20 তে 6.5 ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে। সেলফি ক্যামেরার জন্য এতে ওয়াটারড্রপ নচ রয়েছে। এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি35 চিপসেটে রান করে। কোম্পানির Realme C20 ফোনটিতে 2 জিবি LPDDR4x RAM এর সঙ্গে 32 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।
কোম্পানির নতুন Realme C20 তে ফোটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলেরই ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমযুক্ত রিয়েলমি ইউআইতে কাজ করে।
আরও পড়ুন: 20,000 টাকা সস্তা হল Motorola এর সুন্দর ভাঁজ হওয়া স্মার্টফোন
কানেক্টিভিটি ফিচার হিসেবে Realme C20 তে 4G LTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 5.0, GPS / A-GPS, 3.5 এমএম অডিও জ্যাক ও মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রিভার্স চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারি রয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











