1500 ছাড় সহ পাওয়া যাচ্ছে realme C63 5G স্মার্টফোন, রয়েছে 8GB RAM ও 5000mAh ব্যাটারি

এই বছর আগস্ট মাসে রিয়েলমি তাদের সস্তা 5G স্মার্টফোন হিসাবে realme C63 5G লঞ্চ করেছিল। মাত্র কয়েক মাসের মধ্যে এই ফোনের দামে 1,500 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে ফোনটি লঞ্চ প্রাইসের চেয়ে কম দামে কেনা যাবে। যারা বর্তমানে কম দামে একটি নতুন 5G ফোন কেনার কথা ভাবছেন এটি তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। এই পোস্টে realme C63 5G ফোনের দাম, অফার এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানানো হল।

realme C63 5G ফোনের অফার এবং দাম

  • কোম্পানি তাদের realme C63 5G ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করেছিল। ফোনটির বেস মডেলে 1,000 টাকা এবং বাকি দুটি মডেলে 1,500 টাকা করে ছাড় দেওয়া হচ্ছে। এই অফার প্রায় সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমেই পাওয়া যাবে।
  • 8GB RAM +128GB সহ ফোনটির টপ মডেল 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে এই ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র 11,499 টাকার বিনিময়ে।
  • ফোনটির মিড মডেল 11,999 টাকার বদলে 10,499 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। এই মডেলে 6GB RAM +128GB স্টোরেজ রয়েছে। এছাড়া ফোনটির বেস মডেল পাওয়া যাচ্ছে মাত্র 9,999 টাকার বিনিময়ে।
  • ব্যাঙ্ক অফার ছাড়া নো কস্ট EMI করতে চাইলে 3 মাসের সহজ কিস্তির সুযোগ রয়েছে।
  • পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ফোনের কন্ডিশনের ওপর নির্ভর করে 7,250 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।
  • এই ফোনটি স্টাররি গোল্ড ও ফরেস্ট গ্রীন কালার অপশনে সেল করা হয়।

কোথা থেকে কিনবেন realme C63 5G?

অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে realme C63 5G ফোনটি সেল করা হচ্ছে। ইউজারদের সুবিধার জন্য নিচে ফ্লিপকার্ট লিঙ্ক শেয়ার করা হল।

ফ্লিপকার্ট লিঙ্ক

Realme C63 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: কোম্পানির বক্তব্য অনুযায়ী তাদের এই সিরজিরে Realme C63 5G স্মার্টফোনটি প্রথম 120Hz আই কমফোর্ট ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটিতে 6.67-ইঞ্চির HD+ স্ক্রিন সহ চারটি ডায়নেমিক 50Hz, 60Hz, 90Hz এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনটিতে 2.4GHz হাই ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর দেওয়া হয়েছে। অর্থাৎ ইউজাররা খুব সহজে যেকোনো অপশন এবং 5G এক্সপিরিয়েন্স
    করতে পারবে।
  • স্টোরেজ: কোম্পানির পক্ষ থেকে Realme C63 5G ফোনটি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এতে 8GB RAM +128GB স্টোরেজ রয়েছে। এছাড়া ফোনটিতে 8GB ডায়নেমিক RAM এর সহযোগিতায় 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: Realme C63 5G স্মার্টফোনটিতে f/1.85 অ্যাপারচারযুক্ত 76° ফিল্ড অফ ভিউ এবং 5P লেন্স সহ 32MP AI প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই ফোনটিতে ফিচারের কম্বিনেশনের মাধ্যমে অসাধারণ লাইট ইনটেক সহ শার্প ও ডিটেইলড ইমেজ ক্যাপচার করা যায়। স্মার্টফোনটিতে ফটো, ভিডিও, নাইট, স্ট্রিট, প্রো, প্যানো, পোর্ট্রেট, টাইম-ল্যাপ্স, স্লো-মো, টেক্সট স্ক্যানার, টিল্ট-শিফট এবং মুভি-ডুয়েল ভিডিওর মতো বিভিন্ন ফিচার মোড দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটিতে 8MP সেলফি ক্যামেরা সহ AI বিউটি ফিচার যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: Realme C63 5G স্মার্টফোনটিতে 10W কুইক রিভার্স চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে । কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 40.1 ঘণ্টা পর্যন্ত কল, 17.3 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক, 90.1 ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক, 25.4 ঘণ্টা পর্যন্ত WhatsApp ব্যবহার এবং 29 দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে।
  • অন্যান্য: Realme C63 5G ফোনটিতে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি54 রেটিং, 3.5mm হেডফোন জ্যাক, Bluetooth 5.3, Wi-Fi, ডুয়েল সিম 5G, 4G, অসাধারণ কানেক্টিভিটি জন্য 9 5G ব্যান্ড, সিরিকিউরিটি জন্য মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মতো বিভিন্ন ফাচার যোগ করা হয়েছে।
  • ওএস: Realme C63 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং realme UI 5.0 সহ কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here