গতকাল রিয়েলমি তাদের আপকামিং ‘সি’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে জানা গিয়েছিল। সম্প্রতি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে Realme C71 ফোনটি লিস্টেড হয়েছিল। এবার আজকে ভারতে লঞ্চের আগেই বাংলাদেশে ফোনটি লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C71 ফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Realme C71 এর দাম
বাংলাদেশে Realme C71 ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ভ্যানিলা মডেলে 4GB RAM এবং টপ ভেরিয়েন্টে 6GB RAM রয়েছে। উভয় মডেলে 128GB Storage যোগ করা হয়েছে। বাংলাদেশে এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 14,999 টকা এবং 15,999 টকা রাখা হয়েছে। অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম যথাক্রমে প্রায় 10,590 টাকা এবং 11,290 টাকার কাছাকাছি।
Realme C71 এর স্পেসিফিকেশন
- 6.72″ 120Hz Display
- Unisoc T7250 CPU
- 6GB RAM + 128GB Storage
- 12GB Dynamic RAM
- 6,300mAh Battery
- 45W Fast Charge
ডিসপ্লে
নতুন রিয়েলমি ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির এইচডি + স্ক্রিনে লঞ্চ করা হয়েছে। এটি IPS LCD প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্ক্রিনে প্রোটেকশনের জন্য ArmorShell গ্লাস দেওয়া হয়েছে।
প্রসেসর
Realme C71 ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং Realme UI 6.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 1.8GHz ক্লক স্পীডযুক্ত ইউনিসোক টি7250 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali-G57 MP1 জিপিইউ রয়েছে।
স্টোরেজ
বাংলাদেশে ফোনটি 4GB RAM এবং 6GB RAM অপশনে লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলেই ডায়নেমিক RAM ফিচার সাপোর্ট করে। এই ফিচারের মাধ্যমে ফোনের ফিজিক্যাল RAM এবং 12GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 18GB RAM (6GB+12GB) এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Realme C71 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে ভিডিও কল ও সেলফির জন্য ফোনটিতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
Realme C71 ফোনটির বিশেষত্ব হল এর বড় ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,300এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য ফিচার
হাত থেকে পড়ে যাওয়ার পরও সুরক্ষিত রাখার জন্য Realme C71 ফোনটিতে মিলিটারি গ্রেড শক রেজিস্টেন্স বডি দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP64 রেটিং যোগ করা হয়েছে। রিয়েলমি ফোনটিতে SonicWave Water Ejection ফিচার রয়েছে, এর ফলে পোর্টে জল ধুঁকে গেলেও বাইরে বের করে দেবে।










