আবারও ভারতের বাজারে Realme তাদের নতুন কম দামের 5G ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। প্রকাশ্যে আসা নতুন লিক অনুযায়ী খুব তাড়াতাড়ি Realme C85 ফোনটি ভারতে লঞ্চ করা হবে। এই ফোনটির ফিচার বাজারে উপস্থিত Realme 15x ফোনের মতো দেখাচ্ছে। টিপস্টার অভিষেক যাদব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের মাধ্যমে আপকামিং ফোনের লঞ্চ ডিটেইলস শেয়ার করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C85 ফোনের ডিটেইলস সম্পর্কে।
টিপস্টারের বক্তব্য অনুযায়ী কোম্পানি আগে থেকেই Realme C85 ফোনে কাজ করছে এবং এই মাসের শেষের দিকে ভারতের বাজারে এই ফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Realme C85 ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আপকামিং Realme C85 ফোনটির ডিজাইন অনেকটাই Realme 15x ফোনের মতো হতে পারে বলে জানা গেছে। তবে ফটোগ্রাফির ক্ষেত্রে ইউজাররা কিছুটা নিরাশ হতে পারে। ফোনটির কম দামের জন্য এমনটা হতে পারে।
বাজারে উপস্থিত Realme 15x ফোনটিতে 6.81 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি Android 15 এবং realme UI 6.0 সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে ফোনটিতে 8GB RAM, 256GB স্টোরেজ এবং 50MP ডুয়েল ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে।
জানিয়ে রাখি আগেই ভিয়েতনামে Realme C85 ফোনটি লঞ্চ করা হয়ে গেছে। এই ফোনটি 8MP ফ্রন্ট ক্যামেরা সহ পেশ করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী ভারতের মডেলের ক্ষেত্রে একই ক্যামেরা সেটআপ রাখা হতে পারে। তবে অন্যান্য স্পেসিফিকেশন ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন করা হতে পারে। অর্থাৎ Realme 15x ফোনের মতো পারফরমেন্স এবং বড় ব্যাটারি থাকতে পারে।
ভারতে Realme C85 ফোনটি 15,000 টাকার চেয়ে কম দামে লঞ্চ করা হতে পারে। যারা পারফরমেন্স, বড় ব্যাটারি এবং দুর্দান্ত এক্সপিরিয়েন্স খুঁজছেন, কোম্পানি আপকামিং Realme C85 ফোনটির মাধ্যমে এমন ইউজারদের টার্গেট করতে চাইছেন। এই ফোনটি Redmi Note 14 SE, POCO M7 Plus এবং iQOO Z10x ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে Realme C85 ফোনটি 7000mAh ব্যাটারি এবং লেটেস্ট ফিচারের দিক দিয়ে এগিয়ে থাকতে পারে।
যারা ভবিষ্যতে বড় ব্যাটারি, ভালো ডিজাইন এবং শক্তিশালী পারফরমেন্স সহ কম দামে 5G ফোন খুঁজছেন, তাদের জন্য Realme C85 ফোনটি ভালো অপশন হতে পারে। তবে যারা রো ভালো ক্যামেরা এবং পারফরমেন্স সহ ফোন চাইছেন, তাঁরা বাজারে উপস্থিত অন্যান্য অপশন দেখতে পারেন। আসন্ন Realme C85 ফোনের নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











