Realme তাদের সি-সিরিজের অধীনে ফোনের সংখ্যা বাড়াতে চলেছে। কোম্পানি এই সিরিজের অধীনে নতুন Realme C85 Pro ফোন লঞ্চ করতে পারে। TDRA, TUV এবং EEC সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের গ্লোবাল লঞ্চ সম্পর্কে জানা গেছে। শীঘ্রই ফোনটি কম দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme C85 Pro ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
TDRA, TUV এবং EEC সার্টিফিকেশন সাইটে আসন্ন Realme C85 Pro ফোনটি RMX5555 মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে। TDRA ডেটাবেসে এটিকে ‘ER50854/25’ ইকুইপমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার সহ মোবাইল ফোন ক্যাটেগরিতে রাখা হয়েছে। এর মাধ্যমে ফোনের নাম দেখা গেছে। অন্যদিকে EEC ডেটাবেসে মডেল নাম্বার এবং ‘RU0000061595’ নোটিফিকেশন নাম্বার সহ লিস্টেড হয়েছে। এই দুটি সার্টিফিকেশন লিস্টিঙের মাধ্যমে স্পষ্ট বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি আপকামিং C85 Pro ফোনটি UAE এবং ইউরোপিয়ান বাজারে লঞ্চ করা হতে পারে।
TUV SUD সার্টিফিকেশন সাইটেও ফোনটি দেখা গেছে। এই সাইটে Realme C85 Pro ফোনটি ‘SG PSB-IV-14848’ সার্টিফিকেট নাম্বার সহ লিস্টেড। এখানেও মোবাইল ফোন ক্যাটাগরিতে রাখা হয়েছে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে জানা গেছে ফোনটিতে 45W ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটি Class III Protection অর্থাৎ লো ভোল্টেজ অপারেশনযুক্ত প্রোটেক্টিভ ডিজাইন সহ লিস্টেড হয়েছে। এছাড়া ফোনটিতে IPX0 প্রোটেকশন রেটিং দেওয়া হয়েছে, এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে এখনও পর্যন্ত ফোনটির ওয়াটার-ডাস্ট রেজিস্ট্যান্স টেস্ট করা হয়নি। অর্থাৎ সম্ভবত এই ফিচারটি ফোনে দেওয়া হবে না।
উপরোক্ত সার্টিফিকেশন অনুযায়ী শীঘ্রই Realme C85 Pro ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। অদূর ভবিষ্যতে এই ফোনের প্রসেসর, ডিজাইন এবং ক্যামেরা সম্পর্কে জানা যাবে বলে আশা করা হচ্ছে।
আগের মডেলের মতো আপকামিং ফোনটিও কম দামে লঞ্চ করা হতে পারে।তাই Realme C85 Pro ফোনটি Redmi Note 14 SE, iQOO Z10 Lite এবং Infinix Note 50X ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। কম দামের ফোনটিতে দুর্দান্ত ফিচার দেওয়া হতে পারে। আপকামিং ফোনের সঠিক তথ্য প্রকাশ্যে আসার পরই আমরা এই বিষয়ে পরামর্শ দিতে পারব।
যারা বড় ব্যাটারি, দ্রুত চার্জিং ফিচার এবং দারুণ পারফরমেন্স সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন হতে পারে। যেসব ইউজাররা আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন এবং কম দামে ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য Realme C85 Pro ফোনটি একটি দারুণ অপশন হতে পারে। এখনও পর্যন্ত লঞ্চ ডেট জানানো হয়নি, তাই এই ফোনটির জন্য বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে। আসন্ন Realme C85 Pro ফোনের নতুন আপডেট আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









