Realme কোম্পানি আগামী 24 জুন ইন্ডিয়াতে নিজের ‘নারজো 30’ সিরিজের বিস্তার করতে চলেছে। এই দিন কোম্পানির পক্ষ থেকে দুটি নতুন মোবাইল ফোন ইন্ডিয়াতে লঞ্চ করা হবে মার মধ্যে Realme Narzo 30 4G আর Realme Narzo 5G থাকছে। এই স্মার্টফোন গুলির লঞ্চ সামনে এগিয়ে আসতেই রিয়েলমির আরো একটি নতুন স্মার্টফোনের ডিটেইলস সামনে এসেছে যার নাম Realme G1 বলা হয়েছে। রিয়েলমি জি1 কোম্পানির ওয়েবসাইটে থাকা সাপোর্ট পেজে স্পট হয়েছে যার ফলে Realme G1 এর খুব শীঘ্রই ইন্ডিয়াতে লঞ্চের আশা করা হচ্ছে।
Realme G1 এর তথ্য টিপস্টার মুকুল শর্মা শেয়ার করেছে। লিক অনুযায়ী রিয়েলমির এই আগামী স্মার্টফোনটিকে কোম্পানির আধিকারিক ওয়েবসাইটে স্পট করা গেছে। অথচ খবর লেখা পর্যন্ত এরকম কোনো পেজ আমরা পাইনি, কিন্তু টিপস্টার এই ফোনের স্ক্রিনশট টুইটে শেয়ার করেছে। লিকে Realme G1 এর নাম ছাড়া অন্য কোনো তথ্য সামনে আসেনি। ফোনের স্পেসিফিকেশন্স এবং লঞ্চ সম্পর্কিত অন্যান্য ডিটেইলসের জন্য এখনো অপেক্ষা করতে হবে। আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই Realme G1 সম্পর্কিত কোনো তথ্য সামনে আসবে।
Realme Narzo 30 5G এর স্পেসিফিকেশন্স
ইন্টারন্যাশনাল মার্কেটে আগে থেকে থাকা রিয়েলমি নারজো 30 5জি এর কথা বলা হলে এটিকে MediaTek Dimensity 700 চিপসেটের সাথে লঞ্চ করা হয়েছে। যা 4GB RAM এর সাথে রান করে। এই রিয়েলমি স্মার্টফোনটটি 64GB আর 128GB স্টোরেজ অপশনের সাথে আসে। Narzo 30 5G স্মার্টফোনে 5,000mAh এর ব্যাটারী দেওয়া আছে, যেটি নিয়ে কোম্পানি দাবি করেছে যে এটি 114 ঘন্টা মিউজিক প্লেব্যাক আর 16 ঘন্টা ভিডিও প্লেব্যাক সাপোর্ট দেবে। এর সাথে এটি 18W ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসে। রিয়েলমির এই স্মার্টফোনটি Android 11 এ আধারিত Realme UI 2.0 এ রান করে।
Realme Narzo 30 5G স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা দেওয়া আছে। এর সাথেই রিয়েলমি স্মার্টফোনের ব্যাকে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া আছে। ফোনের প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেলের, যার সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া আছে। কানেক্টিভিটির কথা বলা হলে এতে ডুয়াল SIM 5G, Wi-Fi 802. 11ac, Bluetooth 5.1, GPS, ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 3.5mm অডিও জ্যাক দেওয়া আছে।
Realme Narzo 30 4G এর স্পেসিফিকেশন্স
এভাবেই রিয়েলমি নারজো 30 এর কথা বললে এই ফোনটিকে 6.5 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লের সাথে লঞ্চ করা হয়েছে যা 90 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করবে। রিয়েলমি নারজো 30 তে মিডিয়াটেক হেলিয়ো G95 গেমিং প্রোসেসার দেওয়া আছে এবং ভালো গ্রাফিক্সের জন্য এতে 900MHz Mali-G76GPU আছে। এছাড়া ফোনে 6GB LPPDDR4x র্যাম আর 128GB (UFS 2.1) স্টোরেজ দেওয়া আছে। এই ফোনটি 30 ওয়াট ডার্ট ফাস্ট চার্জিং টেকনিক যুক্ত 5,000 এমএএইচ এর ব্যাটারী সাপোর্ট করে।
ফোটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা আছে যার মধ্যে অ্যাপার্চার f/1.8 এর সাথে 48 মেগাপিক্সেলের আল্ট্রা হাই-রেজিউলেশনের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি সেন্সর + 2MP B&W প্রোট্রেট ক্যামেরা আর f/2.4 অ্যাপার্চারের সাথে 2MP 4cm ম্যাক্রো সেন্সর আছে। আবার ভিডিও কলিং আর সেল্ফির জন্য ফোনের ফ্রন্টে f/2.1 অ্যাপার্চারের সাথে 116MP এর Sony IMX471 সেন্সর দেওয়া আছে। রিয়ার ক্যামেরার মোডের কথা বললে এতে সুপার নাইটস্কেপ, স্টাররি মোড, প্যানোরেমিক ভিউ, এক্সপার্ট মোড, টাইম ল্যাপ্স, প্রোট্রেট মোড, এইচডিআর, আল্ট্রা মোড, আল্ট্রা মাইক্রো মোড, এআই বিউটি, ফিল্টার, ক্রোমা বুস্ট, স্লো মোশান, বুকে এফেক্ট আছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন