TENAA লিস্টিঙে দেখা গেল Realme GT 5 Pro এর ছবি, শীঘ্রই হতে পারে লঞ্চ

Highlights

  • কিছু দিনের মধ্যেই লঞ্চ হতে পারে Realme GT 5 Pro।
  • কনফার্ম জানা গেছে এই ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট থাকবে।
  • এই ফোনে 24GB পর্যন্ত RAM দেওয়া হতে পারে।

আগামী কিছু দিনের মধ্যে রিয়েলমি তাদের জিটি সিরিজের পরিধি বাড়িয়ে নতুন Realme GT 5 Pro লঞ্চ করতে পারে। ক্রমাগত এই ফোনটি নিয়ে টেক জগতে সমালোচনা চলছে। কোম্পানিও এই ফোনের নতুন টিজার পেশ করে লঞ্চ কনফার্ম করে দিয়েছে। এবার সার্টিফিকেশন সাইট TENAA তে দেখা গেছে এই ফোন। ফলে ফোনটির ডিজাইন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে। আরও পড়ুন: 50MP সেলফি ক্যামেরা, 3D Curved স্ক্রিন এবং 16GB RAM সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল এই সস্তা স্মার্টফোন, দেখে নিন ফুল ডিটেইলস

TENAA লিস্টিঙে Realme GT 5 Pro

  • TENAA লিস্টিঙে Realme GT 5 Pro ফোনটি হোয়াইট কালারে দেখা গেছে। এই ফোনটি ভেগান লেদার এবং অন্যান্য কালারে পেশ করা হতে পারে।
  • এই ফোনে পাঞ্চ হোল কার্ভ ডিসপ্লে দেওয়া হতে পারে।
  • এই ফোনের ব্যাক প্যানেলে বড় গোল ক্যামেরা মডিউল রয়েছে। এর মধ্যে চারটি ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ দেখা গেছে।
  • ফোনের দান দিকের প্যানেলে পাওয়ার এবং ভলিউম বাটন অবস্থিত। এছাড়া ব্যাক প্যানেলে ক্যামেরা মডিউলের কাছে রিয়েলমির ব্র্যান্ডিং রয়েছে।

Realme GT 5 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Realme GT 5 Pro ফোনে কার্ভ প্যানেল সহ 2K রেজলিউশন সাপোর্টেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
  • প্রসেসর: এই ফোনে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট থাকবে বলে কনফার্ম জানা গেছে। ভালো পারফরমেন্সের জন্য এই ফোনে 10,000 এমএম² বড় ভেপার কুলিং সিস্টেমও দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: এই ফোনে ডেটা স্টোর করার জন্য 24GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
  • ক্যামেরা: Realme GT 5 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে সোনী আইএমএক্স966 প্রাইমারি সেন্সর, 3X অপটিক্যাল জুম সহ 64MP OV64B পেরিস্কোপ লেন্স এবং 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
  • ব্যাটারি: এই ফোনে 5400mAh ব্যাটারির সঙ্গে 100 ওয়াট ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়াআরলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
  • ওএস: Realme GT 5 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ইউআই 5.0 তে কাজ করতে পারে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়েল সিম 5G, IP68 রেটিং দেওয়া হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here