12GB RAM এবং 64MP ক‍্যামেরার সঙ্গে ভারতে এল Realme GT 5G স্মার্টফোন, দেখুন ফোনটির শক্তিশালী স্পেসিফিকেশন এবং দাম

আজ ভারতে Realme GT 5G, Realme GT Master Edition এবং Realme Book Slim লঞ্চ করা হয়েছে। এই মুহুর্তে দাঁড়িয়ে Realme GT 5G এবং Realme GT Master Edition ফোনদুটি কোম্পানির লেটেস্ট 5জি স্মার্টফোন। এছাড়া Realme Book Slim কোম্পানির ভারতে লঞ্চ করা প্রথম ল‍্যাপটপ। Realme GT 5G ফোনটি হাইএন্ড স্পেসিফিকেশনযুক্ত ফ্ল‍্যাগশিপ স্মার্টফোন এবং এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 5G চিপসেট দেওয়া হয়েছে। অন‍্যদিকে Realme GT Master Edition ফোনটিতে কোম্পানি স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেট যোগ করেছে। এই পোস্টে আমরা Realme GT 5G ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলব।

Realme GT এর ডিজাইন

কোম্পানি তাদের লেটেস্ট Realme GT 5G ফোনটি পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের ওপরের দিকে বাঁদিকের কোণায় ফ্রন্ট ক‍্যামেরা সেন্সরসহ এই পাঞ্চ হোল কাট‌আউট অবস্থিত। এই প্রিমিয়াম ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের চারদিকে বেজল নেই বললেই চলে। ফোনটির ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন অবস্থিত। Realme GT 5G এর নিচের প‍্যানেলে স্পীকার গ্ৰিল, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 এম‌এম অডিও জ‍্যাক দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল পজিশনে আয়তাকার ক‍্যামেরা মডিউল অবস্থিত। এই মডিউলের মধ্যেই এল‌ইডি ফ্ল‍্যাশ রয়েছে। ক‍্যামেরা মডিউলের সোজাসুজি নিচের দিকে কোম্পানির ব্র‍্যান্ডিং দেওয়া হয়েছে।

Realme GT 5G এর প্রসেসর

Realme GT 5G তে কোম্পানি Adreno 660 GPU এর সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 5G চিপসেট যোগ করেছে। জানিয়ে রাখি স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে 25 শতাংশ পর্যন্ত ফাস্ট CPU পারফরম্যান্স এবং 35 শতাংশ ফাস্ট গ্ৰাফিক্সের সঙ্গে 7.5 Gbps পর্যন্ত ডাউনলোড স্পীড পাওয়া যায়। স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটের দৌলতে এই ফোনে অনবদ্য ফোটোগ্রাফি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও গেমিং এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

Realme GT 5G এর ডিসপ্লে

কোম্পানির পক্ষ থেকে Realme GT 5G তে 6.43-inch FHD+ স‍্যামসাং Super AMOLED ডিসপ্লে ব‍্যবহার করা হয়েছে। এই ফোনে 120Hz/360Hz টাচ স‍্যাম্পেলিং রেট আছে। জানিয়ে রাখি, 120Hz টাচ স‍্যাম্পেলিং রেটের ক্ষেত্রে Realme GT তে একটি অটোমেটিক স‍্যাম্পেলিং রেট অ্যাডপশন ফিচার রয়েছে যা পাওয়ার সেভ করার পাশাপাশি সুন্দর এক্সপেরিয়েন্স দেয়। গেম মোডে এই ফোনটি 360Hz পর্যন্ত টাচ স‍্যাম্পেলিং রেট পর্যন্ত পৌঁছে যায়। এছাড়া এই ফোনের স্ক্রিন কর্নিং গোরিলা গ্লাস 5 এর কোটিং দিয়ে সুরক্ষিত করা হয়েছে।

Realme GT 5G এর ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Realme GT 5G তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে F/1.8 অ্যাপার্চারযুক্ত সোনী IMX682 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, F/2.3 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবংर F/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স রয়েছে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। এই ক‍্যামেরা PureRaw মোড, AI সেলফি এবং 4K 60fps পর্যন্ত রেকর্ডিং করতে সক্ষম।

Realme GT 5G এর ব‍্যাটারি এবং কানেক্টভিটি

এই ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 65W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500mAh ব‍্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 35 মিনিটের মধ্যে ফুল চার্জ করা যায়। কানেক্টভিটি ফিচার হিসেবে এতে ডুয়েল মোড 5G, 4G LTE, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, GPS, 3.5 এম‌এম অডিও জ‍্যাক এবং USB টাইপ সি পোর্ট আছে।

Realme GT 5G এর দাম

ভারতে Realme GT 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি আছে এবং বড় ভেরিয়েন্টে 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। কোম্পানি তাদের Realme GT 5G ফোনটির 8GB RAM + 128GB storage ভেরিয়েন্টটি 37,999 টাকা এবং 12GB RAM + 256GB storage ভেরিয়েন্ট 41,999 টাকা দামে পেশ করেছে। আগামী 25 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে ফোনটি সেল করা হবে।এছাড়া এই ফোনটি অফলাইন রিটেইল স্টোর থেকেও কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here