চীনের বাজারে Realme তাদের GT 8 Pro Aston Martin F1 Edition স্মার্টফোন লঞ্চ করেছে। ইতিমধ্যেই GT 8 Pro Aston Martin F1 Edition স্মার্টফোনটির সেল শুরু হয়ে গেছে। এই লিমিটেড এডিশন স্মার্টফোনটিতে শুধুমাত্র পারফরমেন্সই নয়, বরং অসাধারণ ডিজাইনও পাওয়া যাবে। কোম্পানি এই স্মার্টফোনটি Aston Martin Formula 1 টীমের সঙ্গে পার্টনারশিপে ডিজাইন করেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক GT 8 Pro Aston Martin F1 Edition স্মার্টফোনের ফিচার এবং দামের ডিটেইলস সম্পর্কে।
নতুন Realme GT 8 Pro Aston Martin F1 Edition স্মার্টফোনটির সম্পূর্ণ ডিজাইন আগের F1 স্মার্টফোনের মতো রাখা হয়েছে। এই স্মার্টফোনটি Racing Lime কালার স্কিমে পেশ করা হয়েছে। স্মার্টফোনটি কার্বন ফাইবার টেক্সচার এবং সিগনেচার সিলভার উইং অ্যাম্বলোপ সহ লঞ্চ কর হয়েছে। নতুন স্মার্টফোনটির ব্যাক প্যানেল এয়ারোডায়নেমিক কার্ভড সহ ডিজাইন করা হয়েছে। এর ফলে এতে স্টাইলিশ লুকের পাশাপাশি হাতে ধরার পর অসাধারণ গ্রিপ পাওয়া যায়।
স্মার্টফোনটির কালেক্টার এডিশন বক্সে বিশেষ ধরনের রেসিং-থিম অ্যাক্সেসারিস রয়েছে। স্মার্টফোনটিতে একটি কাস্টম F1 পিন, ইউনিক ফোন কেস এবং একটি মিনিয়েচার রেস কার মডেল দেওয়া হয়েছে। এই সমস্ত ফিচার সহ স্মার্টফোনটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।
বিশেষভাবে Realme GT 8 Pro Aston Martin F1 Edition স্মার্টফোনটির সফটওয়্যার কাস্টমাইজ করা হয়েছে। স্মার্টফোনটিতে F1 থিম সহ ইউজার ইন্টারফেস রয়েছে। এতে অ্যানিমেটেড ওয়ালপেপার, এক্সক্লিসিভ আইকন্স, ডায়নেমিক চার্জিং ভিজুয়াল এবং ক্যামেরা ওয়াটারমার্কের মতো অসাধারণ ফিচার যোগ করা হয়েছে। এর মাধ্যমে কোম্পানির Aston Martin পার্টনারশিপ স্পষ্ট বোঝা যাচ্ছে।
Realme GT 8 Pro Aston Martin F1 Edition স্মার্টফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর সহ R1 Display Processor রয়েছে। এর ফলে শক্তিশালী পারফরমেন্স এবং অসাধারণ থার্মাল ম্যানেজমেন্ট পাওয়া যাবে। স্মার্টফোনটিতে 6.79 ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 7000 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
ফটোগ্রাফির জন্য Realme GT 8 Pro Aston Martin F1 Edition স্মার্টফোনটিতে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো (Ricoh GR সহ), 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে। এই সেটআপে 10x অপটিক্যাল জুম এবং 120x ডিজিটাল জুমের পাশাপাশি 4K 120fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য Realme GT 8 Pro Aston Martin F1 Edition স্মার্টফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। এই বড় ব্যাটারি চার্জ করার জন্য 120W ওয়ার্ড এবং 50W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
Realme GT 8 Pro Aston Martin F1 Edition স্মার্টফোনটি শুধুমাত্র সিঙ্গেল ভেরিয়েন্টে চীনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের 16GB RAM ও 1TB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 5,499 ইউয়ান (অর্থাৎ প্রায় 63,998 টাকা) রাখা হয়েছে।
যারা চীনের ইউজার এবং ইউনিক স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাদের কাছে Realme GT 8 Pro Aston Martin F1 Edition স্মার্টফোনটি আকর্ষণীয় অপশন হয়ে উঠতে পারে।












