Realme আজকে টেক মার্কেটে নিজের টেকনিকের প্রদর্শন করে নতুন স্মার্টফোন Realme GT Neo2 পেশ করেছে। স্টাইলিশ লুক আর শক্তিশালী স্পেসিফিকেশন্স যুক্ত এই রিয়েলমি মোবাইলে 12GB RAM Qualcomm Snapdragon 870 SoC, 64MP ক্যামেরা আর 65W fast charging টেকনিক সাপোর্ট করে। রিয়েলমি আজকে এই ফোনটিকে নিজের হোম মার্কেট চিনে লঞ্চ করেছে যা আগামী দিনে অন্যান্য বাজারেও এন্ট্রি নিতে পারে।
Realme GT Neo2 specifications
সবার আগে ফোনের ডিসপ্লের কথা বলা হলে তাহলে রিয়েলমি জিটি নিও2 কে Samsung E4 Display তে লঞ্চ করা হয়েছে যা 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনে 6.62 ইঞ্চির ফুলএইচডি+ পাঞ্চহোল ডিসপ্লে দেওয়া হয়েছে যা সম্পূর্ণ বেজলস যুক্ত আর দুটি সাইডের এজের সাথে মিলিত। এই ফোনটি 600 হার্টস টাচ স্যাম্পলিং রেট, 1300 নিটস ব্রাইটনেস আর 500000:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে যা কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড।
Realme GT Neo2 স্মার্টফোনকে অ্যান্ড্রয়েড 11 আধারিত রিয়েলমি ইউআই 2.0 তে লঞ্চ করা হয়েছে যা 3.2 গীগাহার্টস ক্লক স্পীডের কোরিও 585 কোর প্রসেসরের সাথে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 870 চিপসেটে রান করে। এই চিপসেটটি SA/NSA ডুয়াল মোড 5জি তে কাজ করে। চিনি বাজারে এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে যা UFS 3.1 Storage টেকনিক সাপোর্ট করে।
ফোটোগ্রাফির জন্য রিয়েলমি জিটি নিও 2 তে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া আছে যার মধ্যে এলইডি ফ্ল্যাশের সাথে 64 মেগাপিক্সেল যুক্ত প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এর সাথেই এই রিয়েলমি মোবাইলে 120 ডিগ্রী এফওবি সহ 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 2 মেগাপিক্সেলের প্রোট্রেট লেন্স সাপোর্ট করে। এইভাবেই সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া আছে।
Realme GT Neo2 স্মার্টফোনে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth 5.1, GPS আর USB Type-C port এর মতো কানেক্টিভিটি ফিচারের সাথে সিকিউরিটির জন্য যেখানে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে আবার এর সাথেই এই ফোনটিতে ফেস আনলক ফিচারেও আনলক করা যায়। এইভাবেই পাওয়ার ব্যাকআপ করার জন্য এই রিয়েলমি মোবাইলটি 65 ওয়াট টেকনিক যুক্ত 5,000 এমএএইচের ব্যাটারী সাপোর্ট করে।
Realme GT Neo2 Price
এই নতুন রিয়েলমি ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। চিনে ফোনের 8GB RAM + 128GB storage ভেরিয়েন্টকে RMB 2,499 তে লঞ্চ করা হয়েছে যা ভারতীয় কারেন্সি অনুযায়ী 28,500 টাকা প্রায়। এইভাবেই ফোনের 8GB RAM + 256GB storage ভেরিয়েন্টকে RMB 2,699 (প্রায় 30,700 টাকা) এবং সবচেয়ে বড়ো মডেল 12GB RAM + 256GB storage ভেরিয়েন্টকে RMB 2,999 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 34,200 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন











