আগামী সপ্তাহে আসতে চলেছে Realme GT Neo 6 SE স্মার্টফোন, জেনে নিন কেমন হবে স্পেসিফিকেশন

আগামী সপ্তাহে রিয়ালমি জিটি সিরিজের Realme GT Neo 6 SE স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুত। জানিয়ে রাখি এর আগে এই ফোনটি সম্পর্কে লিক রিপোর্টস প্রকাশ্যে এসেছিল। এরপর ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনটি টিজ শুরু হয়। তবে এবার নতুন টিজার অনুযায়ী এই ফোনটি আগামী সপ্তাহে লঞ্চ হওয়া কনফার্ম হয়েছে। চলুন জেনে নেওয়া যাক Realme GT Neo 6 SE স্মার্টফোনটির ডিটেইলস সম্পর্কে।

Realme GT Neo 6 SE এর টিজার

  • Realme GT Neo 6 SE ফোনটি সম্পর্কে মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে ডিটেইল প্রকাশ্যে এসেছে।
  • নীচে দেখতে পাওয়া ইমেজ অনুযায়ী ব্র্যান্ড আগামী সপ্তাহে ফোনটি লঞ্চ সম্পর্কে জানিয়েছে।
  • ফোনটির টিজার দেখে মনে করা হচ্ছে আগের থেকে আরও শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ করতে চলেছে।
  • এই ফোনটি প্রথমে হোম মার্কেট চীনে Qualcom Snapdragon 7+ Gen 3 চিপসেট সহ লঞ্চ করা হবে।
  • জানিয়ে রাখি Snapdragon 7+ Gen 3 চিপসেট সহ আগের মাসে ওয়ানপ্লাস এস 3 লঞ্চ হয়েছিল।
  • রিপোর্ট অনুযায়ী Realme GT Neo 6 SE ফোনটিকে গ্লোবাল মার্কেটেও লঞ্চ করা হতে পারে। কিন্তু এটি নিয়ো সিরিজের পরিবর্তে এই Realme GT 6 নাম সহ আসতে পারে।

Realme GT Neo 6 SE এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: রিপোর্টস অনুযায়ী Realme GT Neo 6 SE স্মার্টফোনে BOE 8T LTPO 1.5K প্যানেল সহ 6.78 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 2780 x 1264 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট যোগ করতে পারে। এই ফোনটিতে 6,000 নিটস পিক ব্রাইটনেস দেওয়া হতে পারে।
  • প্রসেসর: কোম্পানি Realme GT Neo 6 SE ফোনটিতে প্রসেসিঙের জন্য Qualcom Snapdragon 7+ Gen 3 চিপসেট সহ পেশ করতে পারে।
  • স্টোরেজ: GT Neo 6 SE মডেলে 16 জিবি এলপিডিডিআর 5 এক্স RAM এবং 1 টিবি ইউএফএস 4.0 স্টোরেজ দেওয়া হবে বলে জানা যাচ্ছে। তবে লঞ্চের সময়ে কত মডেলে আসবে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
  • ক্যামেরা: আগের মডেল অনুযায়ী এই ফোনটিতেও ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। সেলফির জন্য এতে 16MP লেন্স যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য 5,500mAh ব্যাটারি এবং দ্রুত চার্জের জন্য 100W বা 120W ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হতে পারে।
  • অপারেটিং সিস্টেম: ফোনটিতে ইউজারদের জন্য অ্যান্ড্রয়েড 14 সহ Realme UI 5 দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here