লিক হল Realme GT Neo 6 SE ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, জেনে নিন বিস্তারিত

রিয়েলমি তাদের হোম মার্কেট চীনে নতুন GT সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজে Realme GT Neo 6 এবং Realme GT Neo 6 SE ফোন পেশ করা হতে পারে। জানিয়ে রাখি এই ফোনগুলি আগে লঞ্চ করা জিটি নিও 5 এবং জিটি নিও 5 এসই ফোনগুলির সাক্সেসার হিসাবে বাজারে পেশ করা হবে। অফিসিয়াল ঘোষণা হওয়ার আগেই লিকের মাধ্যমে Realme GT Neo 6 SE ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এই বিছ্যে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Realme GT Neo 6 SE এর স্পেসিফিকেশন (লিক)

  • টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে জিটি নিও 6 এসই স্মার্টফোনের ডিটেইলস শেয়ার করেছে।
  • লীক অনুযায়ী Realme GT Neo 6 SE ফোনে LTPO OLED প্যানেল থাকতে পারে। এই স্ক্রিন 1.5K রেজোলিউশন সাপোর্ট করতে পারে, যা অনেক ফ্ল্যাগশিপ ফোনকে টক্কর দেবে।
  • এই ডিভাইসে 5,500mAh ব্যাটারি থাকতে পারে বলে জানানো হয়েছে।
  • প্রসেসিঙের জন্য এতে স্ন্যাপড্রাগন 7+ জেন 3 চিপসেট থাকতে পারে।
  • এই ডিভাইসে ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য একটি বিশেষ ফিচার দেওয়া হবে।
  • লীকে বলা হয়েছে জিটি নিও 6 এসই ফোনের দাম অনুযায়ী স্পেসিফিকেশন যথেষ্ট অ্যাডভান্স হতে পারে।

Realme GT Neo 5 SE এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Realme GT Neo 5 SE ফোনে 6.73-ইঞ্চির OLED প্যানেল রয়েছে। এটি 1.5K রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।
  • প্রসেসর: এই মোবাইলে পারফরমেন্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ জেন 2 চিপসেট ব্যবহার করা হয়েছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ডিভাইসে 16GB LPDDR5x র‍্যাম এবং 1TB পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: realme GT Neo 5 SE-তে 100W চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি রয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 64 মেগাপিক্সেল প্রাইমারি, 8 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা রয়েছে।
  • অপারেটিং সিস্টেম: এই ফোনটি Realme UI 4 এবং Android 13 সহ পেশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here