Vivo X Fold 3 সিরিজের লঞ্চ টাইমলাইন এল প্রকাশ্যে, লিক হল স্পেসিফিকেশনও

ভিভোর আপকামিং X Fold 3 সিরিজ বিগত দীর্ঘ দিন ধরে শিরোনামের শীর্ষে উঠে রয়েছে। এই সিরিজে Vivo X Fold 3 এবং Vivo X Fold 3 Pro নামের দুটি মডেল লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এর আগে এই ডিভাইসের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন লিকের মাধ্যমে সামনে এসেছে। এবার নতুন লিকে এই সিরিজের লঞ্চ টাইমলাইন এবং সিরিজের ভ্যানিলা মডেল Vivo X Fold 3 এর ফিচার জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিক সম্পর্কে।

Vivo X Fold 3 সিরিজের লঞ্চ টাইমলাইন (লিক)

  • টিপস্টার পান্ডা ইজ বোল্ড জানিয়েছেন মার্চের শেষ সপ্তাহে Vivo X Fold 3 সিরিজ পেশ করা হতে পারে।
  • নিচের ইমেজে দেখা যাচ্ছে টিপস্টার এই নেক্সট জেনারেশন ফোল্ডেবল ফোন আগামী 26, 27 বা 28 মার্চ হতে পারে বলে জানিয়েছেন।
  • এই ইমেজে ব্র্যান্ডের নাম নেই, তবে সম্ভবত এটি সম্ভাবত Vivo X Fold 3 সিরিজ।
  • আগামী কিছু দিনের মধ্যেই ব্র্যান্ডের পক্ষ থেকে এই সিরিজের লঞ্চ সম্পর্কে কোনো তথ্য বা টিজার শেয়ার করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

Vivo X Fold 3 এর স্পেসিফিকেশন (লিক)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আপকামিং ভিভো এক্স ফোল্ড 3 সিরিজের ভ্যানিলা মডেল এক্স ফোল্ড 3 এর স্পেসিফিকেশন শেয়ার করেছেন। নিচে এই বিষয়ে বিস্তারিত জানানো হল:

  • ডিজাইন: লিকে অনুযায়ী ভিভো এক্স ফোল্ড 3 ফোনটি ইন্ডাস্ট্রির সবচেয়ে পাতলা এবং হালকা বড় আকারের ফোল্ডেবল ফোন হতে পারে। পুরনো রিপোর্ট থেকে জানা গিয়েছিল এই ডিভাইসটির ওজন 220 গ্রাম থেকে 230 গ্রামের মধ্যে হতে পারে।
  • ডিসপ্লে: ভিভো এক্স ফোল্ড 3 ফোনে 6.53 ইঞ্চির আউটার ডিসপ্লে থাকতে পারে। এই এলটিপিও স্ক্রিন 2748 x 1172 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড হতে পারে। এতে ক্রিস্টাল সেরামিক গ্লাস লেয়ার থাকতে পারে। এই ফোনে 8.03 ইঞ্চির ইনার ডিসপ্লে যোগ করা হতে পারে। এই স্ক্রিনে AMOLED E7 প্যানেল, 2480 x 2200 পিক্সেল রেজোলিউশন, LTPO টেকনোলজি, 3,000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস এবং UTG গ্লাস কভার যোগ করা হতে পারে।
  • প্রসেসর: ভিভো এক্স ফোল্ড 3 ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই ফোনের র‍্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্ট সম্পর্কে কিছু জানা যায়নি।
  • ব্যাটারি: এর আগের লিক থেকে জানা গিয়েছিল ফোনটিতে 5,600mAh অথবা 5,700mAh ব্যাটারি দেওয়া হবে। এর সঙ্গে 80W চার্জিং সাপোর্ট করতে পারে।
  • ক্যামেরা: ভিভো এক্স ফোল্ড 3 এর ইনার এবং আউটার সাইডে 32 মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে। তবে ডিভাইসের রিয়ার ক্যামেরা সেটআপে OIS সহ 50-মেগাপিক্সেল OV50H প্রাইমারি, 50-মেগাপিক্সেল অল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 40X ডিজিটাল জুম সহ 50-মেগাপিক্সেল টেলিফোটো লেন্স যোগ করা হবে বলে শোনা যাচ্ছে।
  • সিকিউরিটি: লিক থেকে জানা গেছে ভিভো এক্স ফোল্ড 3 ফোনে উভয় ডিসপ্লের জন্য অ্যাডভান্স আলট্রাসোনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here