ভারতে আসছে শক্তিশালী realme GT series, করা প্রতিযোগিতার মুখে OnePlus এবং Samsung

30 হাজার টাকার দামে কোন অ্যান্ড্রয়েড স্মার্টফোন কেনার সময়ে যে কোন মানুষ বিশ্বস্ত ব্র্যান্ডের ফোন কেনার কোথা ভাবেন। এই লিস্টে OnePlus এবং Samsung-এর নাম থাকে। তবে এবার রিয়েলমিও এমন কিছু স্মার্টফোন আনতে চলেছে যা সাধারণ মানুষকে মুগ্ধ করবে বলে মনে করা হচ্ছে। আসলে কোম্পানির পক্ষ থেকে ঘোষণা করে দিয়েছে তাদের GT series ভারতে লঞ্চ করতে চলেছে।

ভারতে লঞ্চ realme GT series

কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে ভারতে তাদের GT series এই মাসে অর্থাৎ মে মাসে লঞ্চ করতে চলেছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সিরিজের অধীনে থাকা স্মার্টফোন এবং ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি। কিন্তু এই সিরিজে realme GT Neo 6 বা realme GT Neo 6 SE স্মার্টফোন ভারতে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতিযোগিতার মুখে OnePlus

কোম্পানি realme GT series আপার মিড বাজেট রেঞ্জে নিয়ে আসতে চলেছে। এই সিরিজের স্মার্টফোনের 35 হাজার টাকা দাম রাখা হতে পারে। এই প্রাইস রেঞ্জে OnePlus স্মার্টফোন অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে OnePlus 11R এবং OnePlus Nord CE4 ফোন দুটি যথেস্ট হিট। তাই realme GT series ব্র্যান্ডকে টেক্কা দিতে পারে। এরকম পরিস্থির মুখোমুখি Samsung Galaxy M55 এবং Galaxy A35 এই দুটি ফোনও হতে পারে।

Realme GT Neo 6

Realme GT Neo 6 এই সপ্তাহে চীনে লঞ্চ করা হবে। চীনে লঞ্চ হওয়ার পর এই ফোনটি ভারতে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি আগেই এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme GT Neo 6 ফোনের ডিটেইলস সম্পর্কে।

  • প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Realme GT Neo 6 ফোনে Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। এটি 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি চিপসেট যা 3গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করে।
  • মেমরি: কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে Realme GT Neo 6 1TB Storage সহ লঞ্চ করা হবে। এই ভেরিয়েন্ট 16GB RAM দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 8GB RAM সহ 256GB স্টোরেজ দেওয়া হতে পারে।
  • চার্জিং: Realme GT Neo 6 ফোনে 120W Fast Charging ফিচার দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো হয়নি এই ফোন কত এমএএচ ব্যাটারি দেওয়া হবে, কিন্তু শক্তিশালী চার্জিং ফিচারের সাহায্যে ফোন মিনিটেই ফুল চার্জ হয়ে যাবে। GT Neo 6 ফোনে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here