ঘোষণা হল realme GT5 Pro এর লঞ্চ ডেট, Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ এই দিন হবে লঞ্চ

গতকাল রিয়েলমি অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি কোম্পানি তাদের জিটি সিরিজের নতুন আনতে চলেছে। আগামী 7 ডিসেম্বর কোম্পানির realme GT5 Pro লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। প্রথমে চীনে পেশ করার পর পরবর্তী সময়ে ভারত সহ অন্যান্য বাজারেও এই ফোন সেল করা হবে। ফোনটির লঞ্চ ডেট ঘোষণার পাশাপাশি কোম্পানি এই ফোনের বেস কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানিয়ে দিয়েছে। আরও পড়ুন: কোম্পানি জানালো OnePlus 12 এর কালার অপশন, 4 ডিসেম্বর হবে লঞ্চ

realme GT5 Pro এর লঞ্চ ডিটেইলস

কোম্পানি অফিসিয়ালি জানিয়েছে আগামী ব্র্যান্ডের পক্ষ থেকে 7 ডিসেম্বর চীনে একটি বড় ইভেন্টের আয়োজন করতে চলেছে। এই ইভেন্টের মঞ্চেই অফিসিয়ালি realme GT5 Pro লঞ্চ করা হবে। চীনের সময় অনুযায়ী দুপুর 2টোর সময় এই ইভেন্ট শুরু হবে, ভারতীয় সময়ে সকাল 11টা বেজে 30 মিনিটে এই ইভেন্ট লাইভ দেখা যাবে। কোম্পানির বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে realme GT5 Pro এর লঞ্চ ইভেন্ট লাইভ দেখা যাবে। আগামী 2024 সালে এই ফোন ভারতেও লঞ্চ করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

realme GT5 Pro এর ফিচার

Qualcomm Snapdragon 8 Gen 3

realme GT5 Pro ফোনটি কোম্পানির প্রথম Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। এই অক্টাকোর প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.3 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে। এই চিপে Snapdragon X75 5G Modem ইন্টিগ্রেটেড রয়েছে, যা ফাস্ট ইন্টারনেট এবং 5জি ইন্টারনেট ব্যাবহার করতে সক্ষম। এই প্রসেসর থাকার কারণে realme GT5 Pro ফোনটি LPDDR5x RAM এবং UFS 4.0 Storage সাপোর্ট করতে পারবে।

50MP Sony IMX890 camera

realme GT5 Pro ফোনের লঞ্চ ডেট এবং প্রসেসর সম্পর্কে জানানোর পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে আরও বলা হয়েছে এতে Sony IMX890 সেন্সর থাকবে। এই 50 মেগাপিক্সেল সেন্সর 1/1.56″ সাইজের হবে এবং এটি এফ/2.6 অ্যাপার্চারে কাজ করবে। এতে 3x optical zoom, omni-directional focus সহ OIS এবং EIS সাপোর্ট পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Realme GT 5 Pro ফোনে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় এবং লাইট সেন্সেটিভ পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকবে।

Realme GT 5 Pro এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: Realme GT 5 Pro ফোনে 6.78-ইঞ্চির কার্ভ 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন ইন্ডাস্ট্রি বেস্ট 144Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
  • ওএস: Realme GT 5 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ইউআই 5.0 তে কাজ করতে পারে।
  • স্টোরেজ: এই ফোনে ডেটা স্টোর করার জন্য 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
  • ক্যামেরা: Realme GT 5 Pro ফোনে OIS সাপোর্টেড 50MP প্রাইমারি সেন্সর, ওমনিভিশন OV08D10 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে বলে শোনা যাচ্ছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5400mAh ব্যাটারির সঙ্গে 100 ওয়াট ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়াআরলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here