শাওমি ও স‍্যামসাংকে টেক্কা দেওয়ার জন্য নতুনরূপে Realme লঞ্চ করল Narzo 30

রিয়েলমি কিছু দিন আগে ভারতের মার্কেটে ‘নারজো 30’ সিরিজ পেশ করেছিল। কোম্পানির পক্ষ থেকে তাদের Realme Narzo 30 ফোনটি 4জি ও 5জি উভয় ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। Realme Narzo 30 4G ফোনটি আগে শুধুমাত্র 128 জিবি মেমরিসহ পেশ করা হয়েছিল। কিন্তু এবার কোম্পানির পক্ষ থেকে 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজসহ নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে। Realme Narzo 30 4G এর এই নতুন 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 13,499 টাকা। ফোনটির এই নতুন ভেরিয়েন্টের ফিচার ও স্পেসিফিকেশন আগের ভেরিয়েন্টের মতোই। চলুন জেনে নেওয়া যাক Realme Narzo 30 4G সম্পর্কে সবকিছু।

Realme Narzo 30 4G এর নতুন ভেরিয়েন্ট

আগেই জানিয়েছি রিয়েলমি ভারতে তাদের Realme Narzo 30 4G ফোনটি 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরিসহ নতুন ভেরিয়েন্টে পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির এই নতুন ভেরিয়েন্টের দাম 15,000 টাকারও কম রাখা হয়েছে। এতদিন মার্কেটে Realme Narzo 30 4G ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতো। কিন্তু এখন 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করায় সেটি এই দুটি ভেরিয়েন্টের মাঝের স্থান দখল করেছে। কোম্পানির Realme Narzo 30 4G ফোনটির 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 13,499 টাকা। এই ফোনটি রেসিং সিলভার ও রেসিং ব্লু এই দুটি কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির এই নতুন ভেরিয়েন্ট আগামী 5 আগস্ট থেকে শপিং সাইট ফ্লিপকার্ট ও রিয়েলমির ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হবে। জানিয়ে রাখি Realme Narzo 30 4G ফোনটির 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে 12,499 টাকা এবং 14,499 টাকা।

Realme Narzo 30 4G এর স্পেসিফিকেশন

Realme Narzo 30 4G স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এই ফোনে 6.5 ইঞ্চির ডিসপ্লে দেওয়া আছে। এই ডিসপ্লের রেজিউলেশন 1080×2400 FHD+, স্ক্রিন টু বডি রেশিও 90.5%। রিয়েলমি নারজোর এই 4G স্মার্টফোন মিডিয়াটেকের Helio G95 চিপসেটের সাথে পেশ করা হয়েছে। Narzo 30 4G স্মার্টফোনকে 4GB আর 6GB র‍্যামের সাথে 64GB আর 128GB স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। রিয়েলমির এই ফোনটি Android 11 আধারিত Realme UI 2.0 এ রান করে।

Realme Narzo 30 4G ক‍্যামেরা স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এই ফোনের ব‍্যাকে ট্রিপল রিয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই ফোনের প্রাইমারি ক‍্যামেরা 48 মেগাপিক্সেলের যার সাথে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ব্ল‍্যাক এন্ড হোয়াইট ক‍্যামেরা সেন্সর দেওয়া থাকতে পারে। Narzo 30 4G স্মার্টফোনের ফ্রন্টে 16 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর দেওয়া আছে। এই ফোনের ক‍্যামেরা ফিচার্সের কথা বলা হলে এতেও সুপার নাইট স্কেপ, প‍্যানোরেমিক ভিউ, টাইম ল‍্যাপ্স, প্রোট্রেট মোড, এআই সিন রিকগনাইজেশান, AI বিউটি ফিল্টার, UIS ভিডিও স্টেবেলাইজেশন, 720p 30fps স্লো-মোশান ভিডিও শুটিং আর 1080 30fps ভিডিও রেকর্ডিং এর মতো ফিচার পাওয়া যাবে।

রিয়েলমির এই ফোনে 5000mAh এর ব‍্যাটারী পাওয়া যায় যা 30W ফাস্ট চার্জ সাপোর্ট করে। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল SIM 4G, Wi-Fi 802.11ac, Bluetooth 5.1, GPS, ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট রিডার আর 3.5mm অডিও জ‍্যাক দেওয়া আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here