রিয়েলমি গত সপ্তাহে ভারতে Realne X7 ও Realme X7 Pro নামের দুটি নতুন 5জি স্মার্টফোন পেশ করেছে। ‘এক্স’ সিরিজের পর এবার কোম্পানি ভারতে তাদের ‘নারজো’ সিরিজের পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে। খবর পাওয়া গেছে রিয়েলমি ইন্ডিয়ার অফিসিয়াল কমিউনিটি ওয়েবসাইটে Realme Narzo 30 এর রিটেইল বক্সের ছবি শেয়ার করে বক্স টীজ করা হয়েছে। এই পোস্ট দেখার পর মনে করা হচ্ছে এবার শীঘ্রই Realme Narzo 30 সিরিজ ভারতে লঞ্চ করা হবে।
আরও পড়ুন: 5G ক্যাটাগরির পরবর্তী Motorola স্মার্টফোন প্রস্তুত, এই মাসেই আসছে সস্তা Moto G40
রিয়েলমি কমিউনিটি ওয়েবসাইটে Realme Narzo 30 এর একটি বা দুটি নয় বরং মোট 6টি রিটেইল বক্সের ছবি শেয়ার করা হয়েছে। ছবিগুলি শেয়ার করে ফ্যানদের কাছে জানতে চাওয়া হয়েছে এর মধ্যে কোন বক্সটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। অর্থাৎ এর মধ্যে থেকেই কোনো একটি বক্স ফাইনাল করে মার্কেটে আনা হবে। মনে করিয়ে দিই রিয়েলমি এক্স7 সিরিজ লঞ্চের আগেও কোম্পানি একইভাবে রিটেইল বক্সের ছবি শেয়ার করে ফ্যানদের মতামত জানতে চেয়েছিল।
আগে বলা হয়েছিল কোম্পানি জানুয়ারি মাসে তাদের নারজো সিরিজের আগামী জেনারেশন হিসেবে Realme Narzo 30 লঞ্চ করবে, কিন্তু এখন সেই সময় পেরিয়ে গেছে। এখন আশা করা হচ্ছে এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারিতে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ করা হবে। লিক থেকে জানা গেছে এই সিরিজে Realme Narzo 30 এবং Realme Narzo 30 Pro নামের দুটি স্মার্টফোন পেশ করা হবে। তবে Realme Narzo 30 সিরিজের লঞ্চ সম্পর্কে কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
আরও পড়ুন: Samsung আনছে কম দামের সস্তা স্মার্টফোন Galaxy A12, ভারতীয় ওয়েবসাইটে হল লিস্টেড
Realme Narzo 20 সিরিজ
মার্কেটে Realme Narzo 20 ফোনটির বেস ভেরিয়েন্টটি 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজসহ 10,499 টাকা দামে সেল করা হয়। একইভাবে এর বড় ভেরিয়েন্টে 4 জিবি র্যাম ও 128 জিবি মেমরি আছে এবং এর দাম 11,499 টাকা। এছাড়া Realme Narzo 20A এর বেস ভেরিয়েন্টে 3 জিবি র্যামের সঙ্গে 32 জিবি মেমরি এবং বড় ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। এই ভেরিয়েন্ট দুটি যথাক্রমে 8,499 টাকা এবং 9,499 টাকা দামে সেল করা হয়। উভয় স্মার্টফোন Glory Silver ও Victory Blue কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
অন্যদিকে Realme Narzo 20 Pro ফোনটিও দুটি র্যাম ও স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 14,999 টাকা। একইভাবে ফোনটির বড় ভেরিয়েন্ট 16,999 টাকা দামে পেশ করা হয়েছে এবং এতে 8 জিবি র্যাম ও 128 জিবি মেমরি আছে। এই ফোনটি White Knight ও Black Ninja কালার ভেরিয়েন্টে সেল করা হয়।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন