15 হাজার টাকার রেঞ্জে শুরু হয়েছে Realme এবং Vivo এর লড়াই, জেনে নিন কোন ফোনটি বেস্ট Narzo 70 নাকি T3x 5G

কিছু আগে Realme তাদের ‘পি’ সিরিজের ফোন লঞ্চের পর ভারতের বাজারে ‘নারজো 70’ সিরিজও ভারতে পেশ করেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে 15 হাজার টাকার রেঞ্জে realme Narzo 70 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই একই বাজেটে মার্কেটে আগে থেকে সুন্দর স্পেসিফিকেশন সহ Vivo T3x 5G ফোনটিও উপস্থিত রয়েছে। মিড বাজেটে এই দুটি ফোনই ইউজারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। এই পোস্টে তুলনা করে দেখানো হল কোন ফোনটি বেস্ট।

দামের তুলনা

realme Narzo 70 5G ফোনের দাম

  • 6GB RAM + 128GB Storage = ₹15,999
  • 8GB RAM + 128GB Storage = ₹16,999

ভারতে Realme Narzo 70 5G ফোনটির দুটি মডেল লঞ্চ করা হয়েছে। এই ফোনের 6GB RAM +128GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 15,999 টাকা। একইভাবে ফোনটির 8GB RAM + 128GB মেমরি মডেলের দাম 16,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি মিস্ট্রি ফরেস্ট গ্রীন এবং মাউন্টেন ব্লু কালারে সেল করা হবে।

Vivo T3x 5G ফোনের দাম

  • 4GB RAM + 128GB Storage = ₹13,499
  • 6GB RAM + 128GB Storage = ₹14,999
  • 8GB RAM + 128GB Storage = ₹16,499

ভারতীয় বাজারে Vivo T3x 5G ফোনটি তিনটি অপশনে পেশ করা হয়েছে। এই তিনটি মডেলে যথাক্রমে 4GB RAM + 128GB Storage, 6GB RAM + 128GB Storage ও 8GB RAM + 128GB Storage যোগ করা হয়েছে এবং এই তিনটি মডেলের দাম যথাক্রমে 13,499 টাকা, 14,999 টাকা এবং 16,499 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Crimson Bliss এবং Celestial Green কালারে সেল করা হয়।

ডিজাইনের তুলনা

realme Narzo 70 5G ফোনের ফটো

Vivo T3x 5G ফোনের ফটো

স্পেসিফিকেশনের তুলনা

স্পেসিফিকেশন Vivo T3x 5G Realme Narzo 70 5G
ডিসপ্লে 6.72″ 120Hz LCD Display 6.67″ 120Hz AMOLED Display
প্রসেসর Qualcomm Snapdragon 6 Gen 1 MediaTek Dimensity 7050
RAM+স্টোরেজ 8GB RAM + 128GB Storage 8GB RAM + 128GB Storage
Virtual RAM 8GB Extended RAM 8GB Dynamic RAM
রেয়ার ক্যামেরা 50MP Main + 2MP Depth 50MP Main + 2MP Mono
ফ্রন্ট ক্যামেরা 8MP Selfie 16MP Selfie
ব্যাটারি 6,000mAh Battery 5,000mAh Battery
চার্জিং 44W SUPERVOOC Charge 45W SUPERVOOC Charge
5G Bands 8 5G Bands 9 5G Bands
ওয়াটার প্রুফিং IP64 Rating IP54 Rating

 

ডিসপ্লে

realme narzo 70 5G ফোনে 6.67 ইঞ্চির ফ্ল্যাট এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই 2400 x 1080 পিক্সেল স্ক্রিন FHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 92.65% স্ক্রিন টু বডি রেশিও, 100% P3 কালার গামুট এবং 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে Rainwater Smart Touch ফিচার রয়েছে।

Vivo T3x 5G স্মার্টফোনে 2408 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.72 ইঞ্চির এচডি প্লাস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ-হোল ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। চোখের সুরক্ষার জন্য এই স্ক্রিনে Genuine Eye Protection যোগ করা হয়েছে। এই ফোনের ডিসপ্লে 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর

কোম্পানি তাদের realme narzo 70 5G ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.6Ghz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 5G চিপসেট যোগ করেছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালী জি68 জিপিইউ রয়েছে। এছাড়া হেভি প্রসেসিঙের সময় ফোন ঠাণ্ডা রাখার জন্য এতে 3D VC Cooling System দেওয়া হয়েছে।

প্রসেসিঙের জন্য Vivo T3x 5G ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.2GHz হাই ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 জেন 1 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরে 2.2GHz ক্লক স্পীডযুক্ত 4 কোর এবং 1.8Hz ক্লক স্পীডযুক্ত 4 কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 710 GPU যোগ করা হয়েছে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য realme narzo 70 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ভিভো টি3এক্স ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.05 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Realme Narzo 70 5G ফোনে 45 ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 10 মিনিটের মধ্যে 0 থেকে 21 শতাংশ এবং 27 মিনিটের মধ্যে 0 থেকে 50 শতাংশ চার্জ হয়ে যাবে। এই ফোনে OTG reverse charging ফিচার রয়েছে।

Vivo T3x 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। একইসঙ্গে দ্রুত চার্জিঙের জন্য এতে 44 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ফোন এক নাগাড়ে 9.32 ঘন্টা পর্যন্ত PUBG খেলা যাবে বলে জানানো হয়েছে। ফোনটির ব্যাটারি হেল্থ ধরে রাখার জন্য এবং ফোন ঠাণ্ডা রাখার জন্য এতে Smart Charging Engine 2.0 ফিচার দেওয়া হয়েছে।

অপারেটিং সিস্টেম

Realme Narzo 70 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ পেশ করা হয়েছে। এই ফোনে 2 বছর ওএস আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

Vivo T3x 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং FunTouch OS 14 স্কিনে কাজ করে। কোম্পানি এই ফোনে 4 জেনারেশন Android Software update এবং 3 বছর security update দেবে।

ফিচারের তুলনা

realme Narzo 70 5G ফোনের ফিচার

  • 5GHz Wi-Fi
  • Bluetooth 5.2
  • IP54 Rating
  • Supports Dolby Atmos
  • Dual-mic Noise Cancellation
  • Antenna Array Matrix 2.0

Vivo T3x 5G ফোনের ফিচার

  • 5GHz Wi-Fi
  • Bluetooth 5.1
  • IP65 Rating
  • Dual Stereo Speaker
  • 4D Game Vibration
  • 4-Year Battery Health

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here