Exclusive : লিক হল realme Narzo 80 Lite 5G ফোনের RAM, স্টোরেজ এবং কালার, শীঘ্রই হবে লঞ্চ

গত এপ্রিল মাসে realme ভারতে তাদের ‘নারজো’ সিরিজের অধীনে realme Narzo 80x এবং realme Narzo 80 Pro নামের দুটি স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার আমরা এক্সক্লুসিভ জাঁতে পেরেছি কোম্পানি শীঘ্রই এই সিরিজের তৃতীয় স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই আপকামিং 5G ফোনটি realme Narzo 80 lite 5G নামে কহব তাড়াতাড়ি ভারতে পেশ করা হবে।

realme Narzo 80 lite 5G

রিটেইল সোর্সের মাধ্যমে আমরা এই নতুন নারজো ফোনটির এক্সক্লুসিভ তথ্য জাঁতে পেরেছি। এই ফোনটি RMX3945 মডেল নাম্বার সহ পেশ করা হবে। জানিয়ে রাখি এই একই মডেল নাম্বার এর আগে বেশ কিছু সার্টিফিকেশন সাইটে realme C73 নামে লিস্টেড করা হয়েছে। তাই আশা করা হচ্ছে স্পেসিফিকেশনের দিক থেকে realme Narzo 80 lite ফোনটি অনেকটা C73 ফোনের মতোই হবে। লিকের মাধ্যমে ফোনটির RAM, স্টোরেজ এবং কালার প্রকাশ্যে এসেছে।

স্টোরেজ ভেরিয়েন্ট

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী realme Narzo 80 lite 5G ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে পেশ করা হবে। ফোনটির বেস মডেলে 4GB RAM এর সঙ্গে 128GB Storage দেওয়া হবে এবং টপ মডেলে 6GB RAM ও 128GB Storage থাকবে। এই দুটি মডেলেই Virtual RAM টেকনোলজি থাকবে বলে আশা করা হচ্ছে এবং ফোনটিতে মেমরি কার্ড সাপোর্ট থাকতে পারে।

কালার মডেল

আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই আপকামিং ফোনটি কোম্পানির পক্ষ থেকে দুটি কালার অপশনে সেল করা হবে। এই দুটি কালার Crystal Purple (ক্রিস্টাল পার্পল) এবং Onyx Black (অনিক্স ব্ল্যাক) হবে।

realme Narzo 80 lite 5G ফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন

  • HD+ 120Hz LCD Display
  • MediaTek Dimensity 6300
  • 50MP Dual Rear Camera
  • 6,000mAh Battery

realme Narzo 80 lite 5G ফোনটি কোম্পানির ‘Narzo 80’ সিরিজের তৃতীয় মডেল হতে চলেছে এবং এটি সবচেয়ে কম দামে লঞ্চ করা হতে পারে। সিরিজের realme Narzo 80x 5G ফোনটির 6GB RAM সহ বেস ভেরিয়েন্ট 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। আপকামিং Narzo 80 lite ফোনটি 9,999 টাকা প্রাথমিক দামে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এটি ফোনের 4GB RAM মডেলের দাম হবে। একইভাবে ফোনটির 6GB RAM ভেরিয়েন্ট 11,999 টাকা দামে পেশ করা হতে পারে।

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত তাদের এই আপকামিং ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আমরা মনে করছি, এই সস্তা 5G ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর যোগ করা হবে। ফোনটিতে 4GB ও 6GB Physical RAM এর সঙ্গে Virtual RAM টেকনোলজিও থাকবে। এর সঙ্গে এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ এবং মেমরি কার্ড স্লট পাওয়া যাবে।

Narzo 80 সিরিজের বর্তমানে ফোনদুটিতে 6,000mAh ব্যাটারি রয়েছে। তাই আশা করা হচ্ছে আপকামিং Narzo 80 lite ফোনটিতেও 6,000mAh ব্যাটারি থাকবে। ফটোগ্রাফির জন্য এই আপকামিং ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। এছাড়াও এই ফোনে 120Hz রিফ্রেশ রেট সহ HD+ স্ক্রিন দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here