Realme চীনে China Mobile এর সঙ্গে হাতমিলিয়ে তাদের জনপ্রিয় Neo 7 Turbo স্মার্টফোনের একটি এডিশন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি Realme Neo 7 Turbo AI Edition নামে পেশ করা হয়েছে। নতুন ভার্সনটি “M-Zone” ব্র্যান্ডিঙের অধীনে লঞ্চ করা হয়েছে। এতে চায়না মোবাইলের অপারেটর-বেস্ড ফিচার এবং পরিষেবাগুলি পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ইউজাররা স্মার্টফোনের দুর্দান্ত পারফরমেন্স, আইডল কমপ্যানিয়নশিপ, ই-স্পোর্টস, ক্লাউড স্টোরেজ এবং সোশ্যাল নেটওয়ার্কিং উপভোগ করতে পারবেন।
Realme Neo 7 Turbo AI Edition স্মার্টফোনের ব্যাক প্যানেলে China Mobile লোগো এবং প্রি-ইন্সটল অপেরেটর অ্যাপ দেওয়া হয়েছে। হোম স্ক্রিনে একটি ডেডিকেটেড প্যানেল রয়েছে, এই মাধ্যমে ইউজাররা চায়না মোবাইলের “Mango Card Club” সার্ভিসের মতো Mango TV, Migu Video, Migu Sports এবং Migu Quick Games এর মতো অ্যাপগুলি অ্যাক্সেস করতে পারবেন। একইসঙ্গে স্মার্টফোনটিতে ক্লাউড স্টোরেজ ইন্ট্রিগ্রেশন রয়েছে। এর ফলে ইউজাররা খুব সহজেই ডেটা স্টোর উপভোগ করতে পারবেন।
নতুন Realme Neo 7 Turbo AI Edition স্মার্টফোনটির স্পেসিফিকেশন আগের Neo 7 Turbo স্মার্টফোনের মতো রয়েছে। এই স্মার্টফোনটিতে MediaTek Dimensity 9400e প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনে 144Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.8 ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 7200mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি চার্জ করার জন্য 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা যোগ করা হয়েছে। স্মার্টফোনটিতে ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইন, NFC কয়েল অ্যালিমেন্ট, টেক্সচার্ড লুক এবং DART এমব্লেমের মতো বিভিন্ন ফিচার রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনে 4608Hz হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং, IP69 রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স এবং Realme UI 6.0 সফটওয়্যার সাপোর্ট করে।
এক্সক্লুসিভলি শুধুমাত্র চীনের বাজারে এই নতুন এডিশন লঞ্চ করা হয়েছে। আগের মডেলের মতো একইরকম Realme Neo 7 Turbo AI Edition স্মার্টফোনটির দাম রাখা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি realme Neo 7 Turbo স্মার্টফোনের 12GB+256GB স্টোরেজ অপশন 1,999 Yuan অর্থাৎ প্রায় 24,700 টাকা, 16GB+256GB স্টোরেজ অপশন 2,299 Yuan অর্থাৎ প্রায় 28,423 টাকা, 12GB+512GB স্টোরেজ অপশন 2,499 Yuan অর্থাৎ প্রায় 30,896 টাকা এবং 16GB+512GB স্টোরেজ অপশন 2,699 Yuan অর্থাৎ প্রায় 33,369 টাকা দামে লঞ্চ করা হয়েছে।
নতুন Realme Neo 7 Turbo AI Edition স্মার্টফোনটি Samsung Galaxy A55 5G, Redmi Note 14 Pro Plus এবং Motorola Edge 60 Pro স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় সম্মখিন হতে পারে। এই স্মার্টফোনগুলির Dimensity প্রসেসর, বড় ব্যাটারি দিক দিয়ে রিয়েলমি কিছুটা এগিয়ে রয়েছে।
যারা চীনের ইউজার এবং চায়না মোবাইলের স্পেশাল সার্ভিস উপভোগ করতে চাইছেন, তাদের জন্য Realme Neo 7 Turbo AI Edition স্মার্টফোনটি একটি ভালো অপশন। অন্যান্য বাজারে এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই বলেই চলে। তাই যারা অন্য কোনো দেশে থাকেন, তাদের অন্য অপশন দেখা উচিৎ।











