সম্প্রতি রিয়েলমি তাদের নতুন ‘Neo’ সিরিজের অধীনে Realme Neo7 স্মার্টফোনটি টিজ করেছিল, এটি GT সিরিজের থেকে আলাদা হয়ে গেছে। এবার কোম্পানির পক্ষ থেকে Realme Neo7 ফোনের লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়েছে। লঞ্চের আগেই Realme Neo7 ফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে, এর মধ্যে ফোনটিতে 6,500mAh থেকে বেশি ব্যাটারি এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং থাকবে বলে জানিয়েছে। এই ফিচার এবং স্পেসিফিকেশন সহ স্মার্টফোনটি প্রিমিয়াম এবং শক্তিশালী পারফরমেন্স সহ লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনের ডিজাইন, ক্যামেরা সেটআপ এবং প্রসেসর ডিটেইলস সম্পর্কে।
Realme Neo7 চীনের লঞ্চ ডেট
- 11 ডিসেম্বর Realme Neo7 ফোনটি চীনে লঞ্চ করা হবে। চীনের সময় অনুযায়ী 4টা সময় লঞ্চ ইভেন্ট শুরু হবে। এটি ভারতীয় সময় অনুযায়ী 1:30টা হবে।
- Realme এর পক্ষ থেকে জানানো হয়েছে এই লঞ্চ ইভেন্ট লাইভ স্ট্রিমিং করা যাবে। এর ফলে ভারতীয় দর্শকরাও খুব সহজেই দেখতে পারবেন।
- এই ইভেন্ট চলাকালীন কোম্পানির পক্ষ থেকে Realme Neo7 ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ ফিচার, ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে অফিসিয়ালি জানানো হবে। একইসঙ্গে ফোনটি লঞ্চ হওয়ার পর চীনের দাম এবং সেল সম্পর্কেও জানা যাবে।
কেমন হবে Realme Neo7 ফোনের ফিচার
আপকামিং Realme Neo7 স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ-লেভেল পারফরমেন্স এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ সহ মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে নিজের জায়গা তৈরি করতে আসছে, তাই ফোনটি নিয়ে বেশ কিছু প্রত্যাশা রয়েছে। তবে ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত বিস্তারিত স্পেসিফিকেশন জানানো হয়নি, শুধুমাত্র বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার সহ টিজ করা হয়েছে।
Realme Neo7 ফোনে 6,500mAh এর বেশি ব্যাটারি থাকতে পারে, এটি 7,000mAh পর্যন্ত হতে পারে। ফলে ফোনটি ব্যাটারি লাইফের দিক থেকে একটি দুর্দান্ত অপশন হয়ে উঠতে পারে। এছাড়া ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP রেটিং দেওয়া হতে পারে, যা IP68/69 পর্যন্ত হতে পারে।
বর্তমানে এই ফিচারটি বেশিরভাগ নতুন অ্যান্ড্রয়েড ফোনেই দেখা যাচ্ছে এবং Realme ও এই বিষয়ে নজর দিয়েছে। AnTuTu টেস্টে Realme Neo7 ফোনটি 2 মিলিয়নের বেশি স্কোর পেয়েছে, তবে অফিসিয়াল সঠিক স্কোর এখনও পর্যন্ত জানানো হয়নি। স্মার্টফোনটিতে দুর্দান্ত প্রসেসিঙের এবং স্মুথ মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সের জন্য MediaTek Dimensity 9300+ চিপসেট দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
কেমন হবে Realme Neo7 ফোনের দাম?
- আপকামিং Realme Neo7 ফোনটি চীনে CNY 2,499 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 29,120 টাকা দামে লঞ্চ করা হবে। তবে ভারতে এই দাম পরিবর্তন করা হতে পারে।
- Realme Neo7 ফোনটি GT সিরিজের নিচে থাকতে পারে। তবে এটি শুধুমাত্র আশা করা হচ্ছে, কারণ Realme এর পক্ষ থেকে এখনও পর্যন্ত ভারতীয় বাজারে Neo7 ফোনটির লঞ্চ সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি। তাই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত জানানো যাচ্ছে না।