আবারও Realme তাদের পারফরমেন্স সেন্ট্রিক শক্তিশালী স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির চীনের প্রেসিডেন্ট Xu Qi অফিসিয়ালি টিজার শেয়ার করেছে, আগামী 29 মে Realme Neo 7 Turbo ফোনটি লঞ্চ করা হবে। অন্যদিকে লঞ্চের আগেই কোম্পানির পক্ষ থেকে বেশ কিছু পোস্টার শেয়ার করে ফোনের শক্তিশালী প্রসেসর এবং সমস্ত ট্রান্সপ্যারেন্ট ডিজাইন সম্পর্কে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme Neo 7 Turbo ফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।
Realme Neo 7 Turbo এর চিপসেট ডিটেইলস
- বিশ্বের প্রথম MediaTek এর ফ্ল্যাগশিপ Dimensity 9400e প্রসেসর সহ Realme Neo 7 Turbo স্মার্টফোন হতে চলেছে।
- এই চিপসেটে TSMC এর অ্যাডভান্স 4nm ফেব্রিকেশনে তৈরি এবং অল-বিগ-কোর CPU লেআউট রয়েছে। এটি 3.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-X4 কোর, 3 × 2.85GHz ক্লক স্পীডযুক্ত Cortex-X4 কোর এবং 4 × 2.0GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A720 কোর সহ কাজ করে।
- ফোনটিতে Immortalis-G720 MC12 GPU এবং NPU 790 AI ইঞ্জিন রয়েছে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি বেঞ্চমার্কে 2.45 মিলিয়ন স্কোর পেয়েছে। ফোনটি 2500 ইউয়ান (29,000 টাকা) থেকে 3000 ইউয়ান (35,000টাকা) দামে সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হতে চলেছে।
Realme Neo 7 Turbo এর স্পেসিফিকেশন (সম্ভাব্য এবং কনফার্ম)
- ডিজাইন এবং ডিসপ্লে: বিশেষত্ব হল Realme Neo 7 Turbo ফোনটিতে সেমি ট্রান্সপ্যারেন্ট ব্যাক প্যানেল রয়েছে, এটি পোস্টারের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে রিপোর্ট অনুযায়ী ফোনটিতে 1.5K ফ্ল্যাট ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। ফলে দুর্দান্ত ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
- ব্যাটারি এবং চার্জিং: প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হবে। এই ফোনটিতে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে বড় ব্যাটারি ছাড়াও দ্রুত চার্জিং ফিচার রয়েছে।
- স্টোরেজ এবং মেমরি: Realme Neo 7 Turbo ফোনটিতে হাই-এন্ড মেমরি এবং স্টোরেজ কনফ্রিগ্রেশন থাকবে বলে আশা করা হচ্ছে। এতে LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ ফিচার সহ প্রায় 16GB পর্যন্ত RAM + 1TB স্টোরেজ দেওয়া হতে পারে।
- ক্যামেরা সেটআপ: ফটোগ্রাফির জন্য ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফোনটিতে 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর (OIS সহ), 8MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 50MP টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে।
জানিয়ে রাখি ফোনটি Realme GT 7 গ্লোবাল ভেরিয়েন্টের রিব্র্যান্ড ভার্সন হতে পারে। এটি আগামী সপ্তাহে অর্থাৎ 27 মে পেশ করা হতে পারে।