শীঘ্রই লঞ্চ হবে Realme এর নতুন Note ফোন, জেনে নিন বিস্তারিত

Note ফোনের জগতে Redmi এর নাম সবার আগে নেওয়া হয়। আজ থেকে 10 বছর আগে 2014 সালে ভারতে রেডমি নোট সিরিজ লঞ্চ হয়েছিল। এরপর Xiaomi কে আর সফলতার রাস্তায় পিছে ফিরে তাকাতে হয়নি। তবে এবার শাওমির কড়া প্রতিদ্বন্দ্বী কোম্পানি রিয়েলমিও তাদের নোট সিরিজ পেশ করার প্রস্ততি নিচ্ছে। খবর অনুযায়ী এই ফোন Realme Note 50 নামে ঞ্চ করা হবে।

Realme Note 50 এর ডিটেইলস

  • সার্টিফিকেশন সাইটের মাধ্যে Realme Note 50 সম্পর্কে জানা গেছে।
  • এই ফোনটি থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন সাইটে দেখা গেছে এবং এখান থেকেই ফোনের নাম জানা গেছে।
  • এই ফোনটি RMX3834 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • মডেল নাম্বারের সঙ্গে সঙ্গে ফোনের নাম ‘Realme Note 50‘ লেখা হয়েছে।
  • এই প্রথম কোনো সার্টিফিকেশনে এই আপকামিং ফোনের নাম দেখা গেল।
  • লিস্টিং অনুযায়ী Realme Note 50 একটি 4জি হবে এবং এতে 5G সাপোর্ট করবে না।
  • TUV Rheinland সার্টিফিকেশন থেকে জানা গেছে এই ফোনে 4,890mAh battery দেওয়া হবে।
  • লিক দেখে মনে করা হচ্ছে এই ফোনটি একটি লো বাজেট ফোন হতে পারে।

নোট সিরিজ আনছে Realme

Realme যদি সত্যি তাদের নোট সিরিজ পেশ করে তবে এটি একটি বড় পদক্ষেপ হতে পারে। ফ্ল্যাগশিপ Samsung Galaxy Note বাদ দিলে বর্তমানে প্রধান্ত মার্কেটে Redmi Note এবং infinix Note সিরিজের ফোনই সেল করা হয়। এই লিস্টে Realme Note এর নাম আসা মানে নিঃসন্দেহে রেডমি এবং ইনফিনিক্সকে টক্কর দেওয়া। আপকামিং Realme Note 50 ​এবং এই সিরিজের অন্যান্য ফোন লো বাজেট এবং মিড বাজেটেই পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।

রিয়েলমি নাম্বার সিরিজের ভবিষ্যৎ

Realme Note 50 লঞ্চের কথা সামনে আসায় এখন প্রশ্ন উঠেছে ব্র্যান্ডের নাম্বার সিরিজ কি তবে বন্ধ করে দেওয়া হবে। জানিয়ে রাখি রিয়েলমির সবচেয়ে হিট স্মার্টফোন এর নাম্বার সিরিজের অধীনেই পেশ করা হয়। 15 হাজার টাকা থেকে 30 হাজার টাকা বাজেটের মধ্যে এই ফোনগুলিই সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে। এই মাসেই অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসেই Realme 12 Series পর্যন্ত লঞ্চ করা হতে পারে। তাই এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে কোম্পানির নাম্বার সিরিজ বন্ধ করা হবে এমন ভাবা অকারণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here