মাত্র 10,499 টাকা দামে লঞ্চ হল Realme P3 Lite 5G স্মার্টফোন, রয়েছে 6,000mAh ব্যাটারি, 32MP ক্যামেরা

ভারতের বাজারে বাজেট রেঞ্জে Realme তাদের নতুন Realme P3 Lite স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এন্ট্রি লেভেল সেগমেন্টে দারুণ স্মার্টফোন পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে বড় ব্যাটারি, স্মুথ ডিসপ্লে এবং মিড বাজেট রেঞ্জে চিপসেট দেওয়া হয়েছে। 22 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট, কোম্পানির ওয়েবসাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমে সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Realme P3 Lite 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

Realme P3 Lite স্মার্টফোনে 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছ। এই স্ক্রিনে HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্মার্টফোনটির অত্যন্ত পাতলা এবং হালকা ডিজাইন সহ থিকনেস মাত্র 7.94mm এবং ওজন 197 গ্রাম। এই স্মার্টফোনটির এত বড় ব্যাটারি থাকাকালীন এটি স্লিম এবং আকর্ষণীয় দেখাচ্ছে।

প্রসেসিঙের জন্য Realme P3 Lite 5G স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই স্টোরেজ মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে 2TB পর্যন্ত বাড়ানো যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 6,000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং 45W ফাস্ট চার্জিং যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Realme P3 Lite স্মার্টফোনের রেয়ার প্যানেলে 32MP সিঙ্গেল ক্যামেরা রয়েছে, একইভাবে ফ্রন্টে 8MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটি Android 15 এবং Realme UI 6, হাইব্রিড ডুয়েল সিম, ওয়াটার এবং ডাস্ট রেজিস্টেন্স IP64 রেটিং, মিলিটারি গ্রেড MIL-STD 810H সার্টিফিকেশন, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, Bluetooth 5.3 এবং ডুয়েল ব্যান্ড WiFi মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি Purple Blossom, Midnight Lily এবং Lily White কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

Realme P3 Lite 5G স্মার্টফোনটির 4GB + 128GB স্টোরেজ অপশন 10,499 টাকা এবং 6GB + 128GB স্টোরেজ অপশন 11,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। আগামী 22 সেপ্টেম্বর থেকে স্মার্টফোনটি ফ্লিপকার্ট, অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন স্টোরের মাধ্যমে সেল করা হবে।

একই বাজেট রেঞ্জে Realme P3 Lite স্মার্টফোনটি Redmi 14C, iQOO Z10 Lite এবং Infinix Note 50X স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে এই স্মার্টফোনটি 120Hz ডিসপ্লে, 6,000mAh ব্যাটারি এবং Dimensity 6300 প্রসেসরের জন্য এগিয়ে রয়েছ। যারা বাজেট রেঞ্জে দীর্ঘমেয়াদী ব্যাটারি ব্যাকআপ, স্মুথ ডিসপ্লে এবং দুর্দান্ত পারফরমেন্স সহ স্মার্টফোন খুজছন, তাদের জন্য Realme P3 Lite স্মার্টফোনটি একটি ভালো অপশন। এই স্মার্টফোনটি এন্ট্রি লেভেল এবং লাইতগেমিং পছন্দ করা ইউজারদের জন্য একটি বেস্ট অপশন।

যেসব রিয়েলমি ফ্যান ইউজাররা 12,000 টাকার চেয়ে কম দামে ব্যাটারি ব্যাকআপ এবং ডিসপ্লেয়ে কোয়ালিটি সহ পারফরমেন্স চাইছেন, তাদের জন্য Realme P3 Lite স্মার্টফোনটি একটি দারুণ অপশন। তবে আরও ভালো পারফরমেন্সের জন্য আইকু স্মার্টফোনও ভালো অপশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here