রিয়েলমি চীনে তাদের দুটি নতুন 5জি স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে realme V70 এবং V70s স্মার্টফোনটি লো বাজেট রেঞ্জে চীনে পেশ করা করেছে। এই স্মার্টফোনদুটিতে dynamic RAM expansion ফিচার রয়েছে, ফলে ফিজিক্যাল এবং ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme V70 এবং V70s স্মার্টফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Realme V70 এবং V70s এর স্পেসিফিকেশন
- 6.72″ HD+ 120Hz Screen
- 16GB RAM (8GB + 8GB)
- MediaTek Dimensity 6300 (ভি70)
- MediaTek Dimensity 6100+ (ভি70এস)
- 50MP Dual Back Camera
- 5,000mAh Battery
ডিসপ্লে: Realme V70 এবং V70s স্মার্টফোনে 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, ফ্লিকার ফ্রি ডিসি ডিমিং, আই-কেয়ার মোড এবং ওয়েট হ্যান্ড টাচ সাপোর্ট করে।
প্রসেসর: এই রিয়েলমি 5জি ফোনদুটি অ্যান্ড্রয়েড 15 এবং realme UI 6.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য Realme V70 ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। অন্যদিকে Realme V70s ফোনটিতে ডায়মেনসিটি 6100+ 5জি চিপসেট যোগ করা হয়েছে।
স্টোরেজ: Realme V70 এবং Realme V70s ফোনদুটিতে ডায়নামিক RAM এক্সপেনশন ফিচার দেওয়া হয়েছে। দুটি ফোনে 8জিবি ফিজিক্যাল RAM সহ মোট 16GB RAM (8GB+8GB) এর পারফরমেন্স পাওয়া যাবে। চীনের বাজারে উভয় স্মার্টফোন 128GB ও 256GB স্টোরেজ অপশনে সেল করা হবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য রিয়েলমি 5জি ফোনদুটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। উভয় ফোনের ব্যাক প্যানেলে সেকেন্ডারি এআই লেন্স সহ এফ/1.8 অ্যাপারর্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ফোনদুটির ফ্রন্ট ক্যামেরা সম্পর্কে জানা যায়নি, তবে রিপোর্ট অনুযায়ী সেলফি এবং ভিডিও কলের জন্য রিয়েলমি ভি70 এবং ভি70এস ফোনদুটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Realme V70 এবং V70s 5G ফোনদুটিতে 15 ওয়াট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ফোনদুটিতে 10 ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক বা 80 ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক করা যাবে।
অন্যান্য ফিচার: রিয়েলমি তাদের দুটি নতুন 5জি ফোনে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য আইপি64 রেটিং এবং ফোনটি হাত থেকে নীচে পড়ে গেলেও সুরক্ষিত রাখার জন্য মিলিটারি গ্রেড বডি দেওয়া হয়েছে।
Realme V70 এবং V70s এর দাম
Realme V70 5G
- 6GB RAM + 128GB Storage – 1199 ইউয়ান (অর্থাৎ প্রায় 14,200 টাকা)
- 8GB RAM + 256GB Storage – 1499 ইউয়ান (অর্থাৎ প্রায় 17,760 টাকা)
Realme V70s 5G
- 6GB RAM + 128GB Storage – 1499 ইউয়ান (অর্থাৎ প্রায় 17,760 টাকা)
- 8GB RAM + 256GB Storage – 1899 ইউয়ান (অর্থাৎ প্রায় 22,500 টাকা)
কোম্পানির চীনে ওয়েবসাইটে Realme V70 এবং V70s ফোনটি লাইভ হয়ে গেছে। এই ওয়েবসাইটের মাধ্যমে ফোনদুটি Black এবং Green Mountain কালার অপশনে সেল করা হচ্ছে। জানিয়ে রাখি ভারতে কোম্পানির ‘ভি’ সিরিজের ফোন বেচা হয় না, তাই ফোনটি ভারতে সেল করা হবে না।