শীঘ্রই ভারতে লঞ্চ হবে Realme X7 সিরিজ, ওয়েবসাইটে লিস্টেড হল নতুন স্মার্টফোন

অত্যন্ত দ্রুত ভারতে নিজের জায়গা করে নেওয়া চাইনিজ কোম্পানি রিয়েলমি শীঘ্রই ভারতে তাদের ‘এক্স7’ সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের ফোনের লুক ও ক‍্যামেরা থেকে শুরু করে ফোনের স্পেসিফিকেশন পর্যন্ত সবকিছুই যথেষ্ট উল্লেখযোগ্য হবে। বেশ কয়েক দিন আগে রিয়েলমির সিইও মাধব শেঠ খুব তাড়াতাড়ি ভারতে রিয়েলমি এক্স7 এবং এক্স7 প্রো লঞ্চের আভাস দিয়েছিলেন। এবার টিপস্টার সুধাংশু Realme X7 Pro ফোনটি BIS ওয়েবসাইটে RMX2121 মডেল নাম্বারসহ স্পট করেছেন।

আরও পড়ুন: আবার কমল লো বাজেটের Vivo Y91i এর দাম, জেনে নিন নতুন প্রাইস

এই সার্টিফিকেশন দেখে এখন নিশ্চিতভাবে বলা যায় ভারতে রিয়েলমি এক্স7 সিরিজের প্রো মডেলটিও লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত Realme X7 এবং Realme X7 Pro এর ভারতীয় দাম ও লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আশা করা হচ্ছে ভারতে ফোনগুলি 20,000 টাকার আশেপাশে দামে পেশ করা হবে।

ভারতে Realme X7 সিরিজ লঞ্চের টাইমলাইন

 টিপস্টার মুকুল শর্মার কথা অনুযায়ী ভারতে আগামী ডিসেম্বর মাসে Realme X7 সিরিজ লঞ্চ করা হবে। এটি 2020 সালে কোম্পানির লঞ্চ করা শেষ উল্লেখযোগ্য স্মার্টফোন হতে পারে। আশা করা হচ্ছে ডিসেম্বরের মাঝামাঝি ভারতে Realme X2 এর ঘোষণা করে দেওয়া হবে।

আরও পড়ুন: 64MP ক‍্যামেরা ও 6GB RAM এর সঙ্গে লঞ্চ হল নন চাইনিজ LG K92 5G, জেনে নিন এর দাম

Realme X7

 কোম্পানির পক্ষ থেকে Realme X7 এ 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে অক্টাকোর প্রসেসরযুক্ত ডায়মেনসিটি 800U চিপসেট ও গ্ৰাফিক্সের জন্য এই ফোনে মালী-জি57 জিপিইউ আছে। এই ফোনে 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। রিয়েলমি তাদের এই ফোনে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি ইউআই দেওয়া হয়েছে।

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের মোনোক্রোম ও 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য Realme X7 এ এফ/2.5 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,300 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আরও পড়ুন: লিক হল 5000mAh ব‍্যাটারীযুক্ত সস্তা Samsung Galaxy A02s এর ডিজাইন, খুব তাড়াতাড়ি হবে লঞ্চ

Realme X7 Pro

Realme X7 Pro ফোনটিতে 120 হার্টস রিফ্রেশরেট ও 240 হার্টস টাচ স‍্যাম্পেলিং রেটযুক্ত 6.55 ইঞ্চির এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসিঙের জন্য এতে অক্টাকোর ডায়মেনসিটি 1000+ প্রসেসর ও গ্ৰাফিক্সের জন্য 9 কোর মালী-জি77 জিপিইউ আছে। এই ফোনে 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ যোগ করা হয়েছে। উল্লেখ্য, Realme X7 Pro এর ক‍্যামেরা সেট‌আপ অবিকল Realme X7 এর মতোই। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here