লিক হল Redmi 13 4G, প্রকাশ্যে এল এই ফোনের ফটো সহ দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস

সস্তা রেডমি স্মার্টফোন ইউজারদের জন্য সুখবর। কোম্পানি শীঘ্রই তাদের সস্তার Redmi 13 4G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। টিপস্টার সুধাংশুর মাধ্যমে আমরা এই আপকামিং ফোনটি সম্পর্কে এক্সক্লুসিভভাবে জানতে পেরেছি। এই সোর্সের মাধ্যমে Redmi 13 4G স্মার্টফোনের ফটো সহ দাম এবং স্পেসিফিকেশন জানা গেছে।

Redmi 13 4G এর দাম (লিক)

সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi 13 4G স্মার্টফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। এই ফোনের বেস মডেল 6GB RAM + 128GB স্টোরেজের দাম EUR 199 অর্থাৎ প্রায় 18,000 টাকা রাখা হতে পারে। একইসঙ্গে Redmi 13 4G ফোনের টপ মডেল 8GB RAM + 256GB স্টোরেজের দাম EUR 229 অর্থাৎ প্রায় 21,000 টাকা রাখা হবে বলে জানানো হয়েছে।

Redmi 13 4G এর ডিজাইন

Redmi 13 4G এর স্পেসিফিকেশন (লিক)

  • ডিসপ্লে: প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Redmi 13 4G স্মার্টফোনে 6.79-ইঞ্চির ফুলএজডি + ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই ডিসপ্লে এলসিডি প্যানেল দিয়ে তৈরি 90Hz রিফ্রেশ রেটে কাজ করে।
  • মেমরি: Redmi 13 4G স্মার্টফোনে 6GB RAM এবং 8GB RAM সহ লঞ্চ করা হতে পারে। এতে 128GB এবং 256GB স্টোরেজ অপশন দেওয়া হতে পারে। এই ফোনে 1TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট করতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi 13 4G স্মার্টফোনের ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই আপকামিং ফোনে 5,030mAh ব্যাটারি এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করা জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • ওএস: Redmi 13 4G ফোনে নতুন এবং লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে HyberOS লেটেস্ট ভার্সন দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here