সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল Redmi 13 স্মার্টফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

দীর্ঘদিন ধরে খবর পাওয়া যাচ্ছে Xiaomi গ্লোবাল বাজারে তাদের Redmi 13 স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি এই আপকামিং Redmi ব্র্যান্ডের স্মার্টফোনটিকে FCC সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। টেক ওয়েবসাইট MySmartPrice এবং IMEI ডেটাবেসেও এই ফোনটি একই মডেল নাম্বার সহ স্মার্টফোনটিকে দেখা গেছে। লিস্টিং অনুযায়ী ডিভাইসটি Android 14 এবং HyperOS 1.0 সহ কাজ করবে। চলুন জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত প্রকাশ্যে আশা Redmi 13 স্মার্টফোনের সমস্ত তথ্য সম্পর্কে।

Redmi 13 এর FCC ডেটাবেস লিস্টিং

FCC ডেটাবেসে আপকামিং Redmi ব্র্যান্ডের স্মার্টফোনটিকে 24049RN28L মডেল নাম্বার সহ দেখা গেছে। IMEI ডেটাবেসে থেকে জানা গেছে 24049RN28L মডেল নাম্বার সহ ফোনটি Redmi 13 নামে সেল করা হবে। FCC ডেটাবেস অনুযায়ী এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ ওআইএস 1.0 এ কাজ করবে।

লিস্টিং অনুযায়ী Redmi 13 স্মার্টফোনটি ব্লুটুথ 5.3 প্রোটকল সাপোর্ট সহ লঞ্চ হবে। তবে ফোনে 4,930mAh ব্যাটারি থাকবে বলে জানানো হয়েছে। তাই মনে করা হচ্ছে এতে 5,000এমএএচ ব্যাটারি পাওয়া যাবে। এছাড়াও আপকামিং রেডমি স্মার্টফোনটিতে 33ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। তবে এখনও পর্যন্ত স্পেসিফিকেশন ডিটেইল সম্পর্কে কিছু জানা যায়নি।

মনে করা হচ্ছে Redmi 13 স্মার্টফোনটি গত বছর 2023 এর জুন মাসে লঞ্চ হওয়া Redmi 12 ফোনটির আপগ্রেড ভার্সন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi 12 ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে।

Redmi 12 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: রেডমি 12 5G ফোনটিতে 6.79 ইঞ্চির এফএইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন 90Hz রিফ্রেশরেট, 550 নিটস্ ব্রাইটনেস এবং 91% স্ক্রিন টু বডি রেশিও সাপোর্ট করে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে Snapdragon 4 Gen 2 চিপসেট দেওয়া হয়েছে। এই চিপসেট 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে কাজ করে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB পর্যন্ত RAM যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া কোম্পানি এই ফোনে 8GB virtual RAM ফিচারও যোগ করেছে। অর্থাৎ এই ফোনে মোট 16GB পর্যন্ত RAM পারফরমেন্স পাওয়া যায়।
  • ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর রয়েছে। এর সঙ্গে একটি AI লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 22.5W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • OS: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করে।
  • অন্যান্য: এই ফোনে ওয়াইফাই 5, ব্লুটুথ 5.1, ডুয়েল সিম 5G, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP53 রেটিঙের মতো সমস্ত প্রয়োজনীয় ফিচার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here