Jio-Airtel এর এইসব প্ল্যানে পাওয়া যাবে অফুরন্ত Entertainment! ফ্রিতে পাওয়া যাবে Prime Video সাবস্ক্রিপশন

দেশের টেলিকম কোম্পানিগুলি তাদের গ্রাহকদের খুশি করার জন্য বিভিন্ন ধরনের নতুন প্ল্যান পেশ করে চলেছে। বর্তমানে কোম্পানিগুলি তাদের ইউজারদের প্রয়োজনের কথা মাথায় রেখে প্ল্যানের সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া শুরু করেছে। যেসব ইউজাররা মোবাইল প্ল্যান কেনার পর আলাদাভাবে Amazon Prime Video, Netflix এবং Disney Plus Hotstar এর খরচ থেকে বাঁচতে চান এই পোস্টটি তাদের জন্য।

এই পোস্টে Reliance Jio এবং Bharti Airtel এর সেইসব প্ল্যান সম্পর্কে জানানো হল যেগুলি রিচার্জ করে ফ্রিতে আমাজন প্রাইম ভিডিওর সাবস্ক্রিপশন পাওয়া যায়। অর্থাৎ টাকা খরচ করে মোবাইল প্ল্যান রিচার্জ করার পর আর আমাজন প্রাইম ভিডিও উপভোগ করার জন্য আলাদাভাবে টাকা দিতে হবে না।

Reliance Jio এর আমাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন সহ প্ল্যান

  • জিওর 857 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এই প্ল্যানে ইউজারদের ডেইলি 2GB ডেটা দেওয়া হয়। এর সঙ্গেই প্ল্যানটি রিচার্জ করে আনলিমিটেড ভয়েস কল এবং 100 ফ্রি SMS উপভোগ করা যায়। ডেটা, কল ও এসএমএস ছাড়াও এই প্ল্যানের সঙ্গে ইউজারদের বিনোদনের ব্যাবস্থা রয়েছে।
  • জিওর 1,198 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে পুরো এক বছর ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানটি রিচার্জ করে ডেইলি 2GB ডেটা, প্রতিদিন 100 SMS এবং আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়। এই প্ল্যানের সঙ্গে Prime Video Mobile সাবস্ক্রিপশনের পাশাপাশি Disney+Hotstar, Sony LIV, ZEE5, Discovery+, JioCinema Premium, Lionsgate Play, Hoichoi, DocuBay, EPIC ON, Sun NXT, Chaupal এর মতো মোট 14টি ওটিটি প্ল্যাটফর্মের মেম্বারশিপ পাওয়া যায়।
  • জিওর 3,227 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন অর্থাৎ এক বছর। এই প্ল্যানে ডেইলি 2GB ডেটা ও এক্সট্রা 78জিবি ফ্রি ডেটা, প্রতিদিন 100 SMS এবং আনলিমিটেড ভয়েস কল দেওয়া হয়। এর সঙ্গেই এই প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকদের আমাজন প্রাইম ভিডিওর সাবস্ক্রিপশনের পাশাপাশি Jio TV, JioCinema এবং JioCloud এর অ্যাক্সেস পাওয়া যায়।
  • জিওর 4,498 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে 365 দিন অর্থাৎ এক বছর ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে ইউজাররা ডেইলি 2GB ডেটা ও এক্সট্রা 18জিবি ফ্রি ডেটা, প্রতিদিন 100 SMS এবং আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন। এই প্ল্যানে আমাজন প্রাইম মোবাইল এডিশনে ছাড়াও Disney+Hotstar, Sony LIV, ZEE5, Discovery+, JioCinema Premium, Lionsgate Play, Hoichoi, DocuBay, EPIC ON, Sun NXT, Chaupal এর মতো মোট 14টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দেওয়া হয়।

Airtel এর আমাজন প্রাইম ভিডিও সাবস্ক্রিপশন সহ প্ল্যান

  • এয়ারটেলের 699 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে 56 দিনের ভ্যালিডিটি সহ ডেইলি 100 ফ্রি এসএমএস, আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 2জিবি ডেটার পাশাপাশি Amazon Prime membership পাওয়া যায়।
  • এয়ারটেলের 999 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে 84 দিনের জন্য আমাজন প্রাইম মেম্বারশিপ পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে আনলিমিটেড ভয়েস কল, ডেইলি 2.5GB ডেটা ও প্রতিদিন 100 ফ্রি SMS এর পাশাপাশি Xstream Mobile এর অ্যাক্সেস পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here