মাত্র 7999 টাকা দামে লঞ্চ হল Redmi 13C 4G, রয়েছে 16GB পর্যন্ত RAM, 50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

শাওমির সাব ব্র্যান্ড রেডমি ভারতের বাজারে Redmi 13C 4G স্মার্টফোন পেশ করেছে। এর সঙ্গে 5G মডেলও লঞ্চ করা হয়েছে। Redmi 13C 5G সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। 4G ফোনে মিডিয়াটেক প্রসেসর, 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা, 6.74 ইঞ্চির ডট ড্রপ ডিসপ্লের মতো বিভিন্ন সুন্দর ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফনে=তি সম্পর্কে।

Redmi 13C 4G এর ডিজাইন

  • Redmi 13C 4G ফোনের ব্যাক প্যানেলে দুটি সার্কুলার ক্যামেরা কাটআউট সহ ক্যামেরা মডিউল রয়েছে। এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
  • ফোনটি স্টারশাইন গ্রীন এবং স্টারডাস্ট ব্ল্যাক কালারে পেশ করা হয়েছে।
  • ফোনের ফ্রন্ট প্যানেলে ফ্ল্যাট প্যানেল এবং ডট ড্রপ ডিসপ্লে যোগ করা হয়েছে।
  • ব্যাক প্যানেলে নিচের দিকে রেডমির ব্রান্দিং রয়েছে। ডানদিকের প্যানেলে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে।
  • সব মিলিয়ে কম দামেও এই ফোনে সুন্দর লুক পাওয়া যায়।

Redmi 13C এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Redmi 13C 4G ফোনে 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেটে কাজ করে।
  • প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে এই ফোনে মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: বাজারে এই ফোনটি তিনটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনের টপ মডেলে 8GB RAM + 256GB স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে RAM plus ফিচার এবং স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে, যার সাহায্যে ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi 13C ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ দুটি ক্যামেরা লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্টের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।
  • ওএস: Redmi 13C ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং এমআইইউআই 13 এ কাজ করে।

Redmi 13C এর দাম এবং সেল

  • ভারতে Redmi 13C 4G ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
  • ফোনটির 4GB RAM + 128GB স্টোরেজ মডেল মাত্র 7,999 টাকা দামে সেল করা হবে।
  • ফোনের 6GB RAM + 128GB মেমরি ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 8,999 টাকা।
  • এই ফোনের টপ মডেল 8GB RAM + 256GB মেমরি সহ 10,499 টাকা দামে পেশ করা হয়েছে।
  • জানিয়ে রাখি এটি ফোনের স্পেশাল লঞ্চ প্রাইস। ICICI ব্যাঙ্কের ইউজারদের এই ফোনে 1,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।
  • আগামী 12 ডিসেম্বর থেকে mi.com, আমাজন এবং শাওমি ও অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোন সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here