কম দামে চীনে লঞ্চ হল Redmi 13R 5G, জেনে নিন ফুল স্পেসিফিকেশন

শাওমি চীনে Redmi 13R 5G নামের একটি নতুন ও সস্তা 5জি ফোন পেশ করেছে। এই ফোনটিকে ভারতে লঞ্চ করা Redmi 13C এর রিব্র্যান্ডেড ভার্সন বলে মনে করা হচ্ছে। এই ফোনে কম দামে 90Hz রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে, Dimensity 6100 Plus প্রসেসর, 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপের মতো বেশ কিছু সুন্দর ফিচার পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে।

Redmi 13R 5G এর স্পেসিফিকেশন

  • 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে
  • 90 হার্টস রিফ্রেশরেট
  • ডায়মেনসিটি 6100 প্লাস চিপসেট
  • 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা
  • 5,000mAh ব্যাটারি
  • অ্যান্ড্রয়েড 13

ডিসপ্লে: Redmi 13R 5G ফোনে 6.74-ইঞ্চির IPS LCD এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে ওয়াটার ড্রপ নচ ডিজাইন, গোরিলা গ্লাস প্রোটেকশন, 1600 x 720 পিক্সেল রেজোলিউশন, 90 হার্টস রিফ্রেশরেট এবং 450 নিটস পীক ব্রাইটনেস পাওয়া যায়।

প্রসেসর: পারফরমেন্সের জন্য কোম্পানির পক্ষ থেকে এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100 প্লাস চিপসেট রয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 4GB LPDDR4x RAM + 128GB UFS 2.2 স্টোরেজ যোগ করা হয়েছে।

ক্যামেরা: Redmi 13R 5G ফোনে ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশের সঙ্গে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 5জি, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট এবং 3.5 এমএম অডিও জ্যাক রয়েছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম ও MIUI 14 এ কাজ করে।

ওজন ও ডায়মেনশন: Redmi 13R 5G ফোনের ডায়মেনশন 168.05 x 77.91 x 8.19 এমএম এবং ওজন 195 গ্রাম।

Redmi 13R 5G এর দাম

  • শাওমির সাব ব্র্যান্ড রেডমির এই নতুন 5G ফোনটি সিঙ্গেল স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে।
  • Redmi 13R 5G ফোনটি 4GB RAM + 128GB স্টোরেজ সহ 999 ইউয়ান অর্থাৎ প্রায় 11,700 টাকা দামে সেল করা হবে।
  • এই ফোনটি স্টার রক ব্ল্যাক, ফ্যান্টাসি পার্পল এবং ওয়েব ওয়াটার গ্রীন কালারে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here