7000mAh ব্যাটারি, 144Hz ডিসপ্লে এবং Snapdragon চিপসেট সহ গ্লোবাল বাজারে লঞ্চ হল Redmi 15 5G

Xiaomi মালয়েশিয়ার মার্কেটে তাদের রেডমি ব্র্যান্ডের নাম্বার সিরিজের নতুন স্মার্টফোন হিসাবে Redmi 15 5G লঞ্চ করে দিয়েছে। ভারতে এই ফোনটি আগামী 19 আগস্ট পেশ করা হবে। এই ফোনে কম দামে ফ্ল্যাগশিপ লেভেল ফিচার দেওয়া হয়েছে। এতে 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, 7000mAh ব্যাটারি এবং Snapdragon 6s Gen 3 চিপসেটের মতো উল্লেখযোগ্য ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

গ্লোবাল মার্কেটে Redmi 15 5G ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ MYR 729 অর্থাৎ প্রায় 15,000 টাকা দামে পেশ করা হয়েছে। ভারতে এই ফোনটির দাম 15,000 টাকার কাছাকাছি রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি Ripple Green, Titan Gray এবং Midnight Black কালার অপশনে সেল করা হবে। কোম্পানি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে ভারতে আগামী 19 আগস্ট Redmi 15 5G ফোনটি পেশ করা হবে।

Redmi 15 5G ফোনে মেটাল ফিনিশ সহ স্লিক ডিজাইন রয়েছে, যা দেখতে বেশ প্রিমিয়াম। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং দেওয়া হয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কার্ভড এজ ডিজাইনের দৌলতে এই ফোনে দারুণ ফিল পাওয়া যাবে।

এই ফোনে 6.9-ইঞ্চির Full HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট এবং 288Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এতে Wet Touch 2.0 টেকনোলজি যোগ করা হয়েছে, যার ফলে ভেজা হাতেও ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। বৃষ্টির সময় বা হাতে ঘাম থাকলে এই ফিচার সবচেয়ে বেশি উপযোগী হবে।

Redmi 15 5G ফোনে প্রসেসিঙের জন্য Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসর রয়েছে। ফোনটি Android 15 বেসড HyperOS 2.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। এই ফোনে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এর সঙ্গে Virtual RAM টেকনোলজির সাহায্যে এতে 16GB পর্যন্ত RAM এর পারফরমেন্স উপভোগ করা যায়। এছাড়া মেমরি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়।

Redmi 15 5G ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে AI বেসড Dynamic Shots, AI Eraser এবং AI Sky Enhancement এর মতো উল্লেখযোগ্য ফিচার দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকাপের জন্য এই ফোনে 7000mAh ব্যাটারি রয়েছে, এটি গ্লোবাল বাজারে এখনও পর্যন্ত শাওমির সবচেয়ে বড় ব্যাটারি। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 33W ফাস্ট চার্জিং এবং 18W রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফোনটিতে দুই দিন ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

সুন্দর মিউজিক ও ভিডিও এক্সপেরিয়েন্সের জন্য Redmi 15 5G ফোনে Hi-Res Audio এবং Dolby Atmos সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে 3.5mm অডিও জ্যাক যোগ করা হয়েছে। ফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করে।

Redmi 15 5G ফোনে 7000mAh ব্যাটারি ও 144Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে এবং দাম রাখা হয়েছে প্রায় 15,000 টাকার কাছাকাছি। এক্ষেত্রে Oppo K13 ফোনটির সঙ্গে এই ফোনটিকে প্রতিযোগিতায় নামতে হতে পারে। এই ফোনটিতে 7000mAh ব্যাটারি, স্ন্যাপড্রাগন প্রসেসর এবং FHD+ স্ক্রিন দেওয়া হয়েছে। এছাড়া Moto G96 ফোনটিও একটি সুন্দর অপশন। দামের দিক থেকে Samsung Galaxy M36 ফোনটিও রেডমি ফোনের প্রতিদ্বন্দ্বী, তবে এতে মাত্র 5000mAh ব্যাটারি রয়েছে। সবদিক বিচার করলেও ব্যাটারি ও ডিসপ্লের দিক থেকে Redmi 15 5G ফোনটি বেশ এগিয়ে। যারা কম দামে সুন্দর ডিসপ্লে এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি সেরা অপশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here