চীনের বাজারে Xiaomi তাদের Redmi 15 সিরিজের নতুন Redmi 15R 5G স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে মিড বাজেট রেঞ্জে অনলাইন মোলের মাধ্যমে স্মার্টফোনটি পেশ করা হয়েছে। একইসঙ্গে এই বাজেট রেঞ্জের স্মার্টফোনে বড় ব্যাটারি, স্লিম ডিজাইন এবং শক্তিশালী ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi 15R 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Redmi 15R 5G স্মার্টফোনে 6.9 ইঞ্চির ওয়াটারড্রপ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 810 নিটস HBM ব্রাইটনেস সাপোর্ট করে। একইসঙ্গে স্মার্টফোনটিতে Wet Touch 2.0 ফিচার রয়েছে, ফলে ভেজা হাতেও স্মার্টফোনটি খুব সহজেই ব্যাবহার করা যাবে।
Redmi 15R 5G স্মার্টফোনটিতে 6nm ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটিতে 48 মাসের স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। স্মার্টফোনটির ব্যাক প্যানেলে HDR এবং বসিক সিন অপটিমাইজেশন সাপোর্টেড 13MP সিঙ্গেল ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 6,000mAh গ্রেফাইড ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে 1.9 দিন অর্থাৎ প্রায় 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এই স্মার্টফোনটি Android 15 এবং HyperOS 2 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটিতে এক্সট্রা লার্জ ফ্রন্ট মোড, 200% বুস্টেড স্পিকার আউটপুট এবং একটি 3.5mm হেডফোন জ্যাক ফিচার যোগ করা হয়েছে।
Redmi 15R 5G স্মার্টফোনটিতে অত্যন্ত পাতলা ডিজাইন দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির থিকনেস মাত্র 7.99mm এবং ওজন 205 গ্রাম। স্মার্টফোনে এত বড় 6000mAh ব্যাটারি থাকা সত্ত্বেও এটির অত্যন্ত স্লিম ডিজাইনের জন্য আকর্ষণীয় হয়ে উঠেছে। নতুন স্মার্টফোনটি Cloud White, Lime Green, Twilight Purple এবং Star Rock Black কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
Redmi 15R 5G স্মার্টফোনটি চীনে 4GB + 128GB স্টোরেজ অপশন 1,099 ইউয়ান অর্থাৎ প্রায় 13,555 টাকা দামে লঞ্চ করা হয়েছে। নিচে বাঁকি ভেরিয়েন্ট সম্পর্কে জানানো হল:
6GB + 128GB স্টোরেজ – 1,599 ইউয়ান অর্থাৎ প্রায় 19,723 টাকা
8GB + 128GB স্টোরেজ – 1,699 ইউয়ান অর্থাৎ প্রায় 20,957 টাকা
8GB + 256GB স্টোরেজ – 1,899 ইউয়ান অর্থাৎ প্রায় 23,427 টাকা
12GB + 256GB স্টোরেজ – 2,299 ইউয়ান অর্থাৎ প্রায় 28,362 টাকা
Redmi 15R 5G স্মার্টফোনটি বাজারে উপস্থিত realme 15T এবং iQOO Z10R ও Infinix Note 50s 5G+ স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই বাজেট রেঞ্জের উপরোক্ত স্মার্টফোনগুলিতে দারুণ পারফরমেন্স পাওয়া যায়। এই স্মার্টফোনগুলির প্রসেসর নতুন রেডমি স্মার্টফোনের তুলনায় অনেকটাই ভালো। একইসঙ্গে realme 15T স্মার্টফোনে 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যারা বড় ব্যাটারি এবং স্লিম ডিজাইন সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Redmi 15R 5G স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে।
যেসব চীনের ইউজাররা বড় ব্যাটারি, বড় ডিসপ্লে এবং স্মুথ পারফরমেন্স সহ স্মার্টফোন চাইছেন, তাদের জন্য Redmi 15R 5G স্মার্টফোনটি দারুণ হতে চলেছে। এই স্মার্টফোনটি মিড বাজেট রেঞ্জে ইউজারদের টার্গেট করে। তবে যারা আরও ভালো প্রসেসর এবং পারফরমেন্সের জন্য স্মার্টফোন খুঁজছেন, তাদের অন্যান্য অপশন দেখা উচিৎ।
(সোর্স)












