প্রকাশ্যে এল Redmi A3x ভারতীয় মডেল, কম দামে লঞ্চ হবে এই স্মার্টফোন

পাকিস্তানে Redmi A3x স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পর এবার ভারতীয় বাজারে আসতে চলেছে। কোম্পানি পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ সম্পর্কে কিছু জানানো হয়নি, কিন্তু অফিসিয়ালি ঘোষণার আগেই গুগল প্লে সাপোর্টেড ডিভাইসেজ লিস্টিঙের মাধ্যমে ‘ভারতীয় মডেল’ প্রকাশ্যে এসেছে। এই লিস্টিঙের মাধ্যমে কনফর্ম হয়েছে, শীঘ্রই Redmi A3x ফোনটি ভারতে লঞ্চ করা হবে।

ভারতীয় Redmi A3x মডেল

গুগল প্লে সাপোর্টেড ডিভাইসেজ লিস্টিঙে Redmi A3x স্মার্টফোনটি ‘24048RN6CI‘ মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এখানে আলফাবেট ইন্ডিয়ান মডেল দেখানো হয়েছে। এই লিস্টিং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতে Redmi A3x ফোনটি লঞ্চ করা হবে। কোম্পানি আগামী জুন মাসে এই ফোনটি অফিসিয়াল ঘোষণা করে ভারতীয় বাজারে লঞ্চ করবে।

Redmi A3x এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Redmi A3x স্মার্টফোনে 720 x 1650 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.71 ইঞ্চির এচডি + ওয়াটারড্রপ নচ স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনে আইপীএস এলসিডি ডিসপ্লেতে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন সহ 90Hz রিফ্রেশ রেট এবং 500নিটস ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে।
  • প্রসেসর: পাকিস্তানে Redmi A3x স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনে Unisoc T603 অক্টা-কোর প্রসেসর সহ 1.8GHz ক্লক স্পীডে কাজ করে।
  • মেমরি: পাকিস্তানে Redmi A3x ফোনটি 3GB RAM সহ 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ভারতেও ফোনটি এই RAM স্টোরেজ সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেল AI dual ক্যামেরা সিস্টেম দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Redmi A3x স্মার্টফোনে 10ওয়াট চার্জিং সাপোর্টেড এবং ইউএসবি টাইপ সি পোর্ট সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Redmi A3x এর দাম

পাকিস্তানে Redmi A3x স্মার্টফোন 3GB RAM + 64GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি পাকিস্তানে 18,999 টাকা দাম রাখা হয়েছে। ভারতীয় টাকায় প্রায় 5,680 টাকা হবে। এই ফোনটি ভারতীয় বাজারে এই দামেই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি ভারতে Redmi A3 স্মার্টফোনের 3GB RAM + 64GB স্টোরেজ 6,999 টাকা দামে সেল করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here