পাকিস্তানে লঞ্চ হল Redmi A3x স্মার্টফোন, কিছু দিনের মধ্যেই লঞ্চ হবে ভারতে

Xiaomi পাশের দেশ পাকিস্থানে তাদের সস্তা Redmi A3x স্মার্টফোন লঞ্চ করেছে। পাকিস্তানের জন্য খুব একটা সস্তা না হলেও, কিন্তুই ভারতীয় কারেন্সি অনুযায়ী 5,680 টাকা দাম মাত্র। নীচে দেওয়া ছবি অনুযায়ী ফোনটি অনেক সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi A3x স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Redmi A3x এর দাম

পাকিস্তানে Redmi A3x স্মার্টফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের 3GB RAM + 64GB স্টোরেজের পাকিস্থানি দাম 18,999 টাকা, যা ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 5,680 টাকা হয়। পাকিস্তানে Redmi A3x ফোনটি Aurora Green, Midnight Black এবং Moonlight White এই তিনটি কালার অপশনে পেশ করা হয়েছে। জুন মাসে Redmi A3x ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

https://www.facebook.com/stories/105164284979999/UzpfSVNDOjExMzU3NTUxMjQzNzk5MDk=/?view_single=1

Redmi A3x এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Redmi A3x স্মার্টফোনে 720 x 1650 পিক্সেল রেজোলিউশন সহ 6.71ইঞ্চির এচডি + ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে আইপিএস এলসিডি ডিসপ্লে সহ 90Hz রিফ্রেশ রেট এবং 500নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে গোরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া হয়েছে।

প্রসেসর: Redmi A3x স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে Unisoc T603 অক্টা-কোর প্রসেসর সহ 1.8GHz ক্লক স্পীডে কাজ করে।

মেমরি: পাকিস্তানে Redmi A3x স্মার্টফোনটি সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনে 3GB RAM সহ 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে মেমরি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো সম্ভব।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Redmi A3x স্মার্টফোনের ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেল AI dual Camera সিস্টেম দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন এই স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি এবং ইউএসবি টাইপ সি পোর্ট সহ 10ওয়াট চার্জিং স্পীড ফিচার সাপোর্ট করে।

অন্যান্য: সিকিউরিটির জন্য এই স্মার্টফোনে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এই ফোন 3.5mm হেডফোন জ্যাক সহ 8.3mm থিকনেস ও 193g ওজন রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here