Xiaomi এর সাব-ব্র্যান্ড Redmi তাদের কে-সিরিজের নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে এই সিরিজের অধীনে Redmi K90 এবং Redmi K90 Pro ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। লঞ্চের আগেই চীনের 3C সার্টিফিকেশন সাইটে K90 ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের চার্জিং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে ক্রমাগত আপকামিং ফোনের লিক শেয়ার করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi K90 এবং Redmi K90 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।
রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Redmi K90 এবং K90 Pro ফোনদুটি 2510DRK44C এবং 25102RKBEC মডেল নাম্বার সহ লঞ্চ করা হতে পারে। 3C ডেটাবেসে এর মধ্যে Redmi K90 ফোনটি দেখা গেছে। লিস্টিং অনুযায়ী ফোনটি 100W ফাস্ট চার্জিং সহ লঞ্চ করা হতে পারে। কোম্পানি তাদের আসন্ন K-সিরিজের ফোনে আপগ্রেডেড ফাস্ট চার্জিং টেকনোলোজি ব্যাবহার করতে পারে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Redmi K90 ফোনটিতে 6.59 ইঞ্চির ফ্ল্যাট RGB OLED LTPS ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। এই স্ক্রিন 2K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। সিকিউরিটির জন্য ফোনটিতে আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।
Redmi K90 ফোনটিতে 7,100mAh বড় ব্যাটারি থাকবে বলে জানা গেছে। এটি আগের মডেলের তুলনায় বড় আপগ্রেড। তবে 3সি সার্টিফিকেশন সাইটের মাধ্যমে ফোনটিতে 100W ফাস্ট চার্জিং থাকবে বলে আভাস পায় যাচ্ছে। একইসঙ্গে ফোনটিতে ডুয়েল স্টিরিও স্পিকার, প্রিমিয়াম মেটাল মিড-ফ্রেম এবং X-axis লিনিয়র মোটারের মতো বিভিন্ন ফিচার দেওয়া হতে পারে।
Redmi K90 Pro ফোনটিতে আপকামিং নতুন Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দেওয়া হতে পারে। এই ফোনটিতে 7,500mAh বড় ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে। এছাড়াও ফোনটিতে একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে, ফলে এই ফোনটি Redmi K90 ফোনের তুলনায় আপগ্রেডড হয়ে উঠবে। অন্যদিকে ফোনদুটি অন্যান্য ফিচার একইরকম থাকবে বলে আশা করা হচ্ছে।
Xiaomi 17 সিরিজ লঞ্চের প্রায় এক মাস পর আপকামিং Redmi K90 সিরিজটি লঞ্চ করা হতে পারে। অক্টোবর মাসের শেষের দিকে চীনের বাজারে Redmi K90 এবং K90 Pro ফোনদুটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। ভারতের বাজারে এই সিরিজ পোকো ব্র্যান্ডের নামে পেশ করা হতে পারে।
মিড বাজেট রেঞ্জে Redmi K90 সিরিজ বাজারে উপস্থিত ফ্ল্যাগশিপ iQOO Neo 10, realme GT 7 এবং OnePlus 13R ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যেসব ইউজাররা শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং প্রিমিয়াম ডিজাইন সহ ফোন খুঁজছেন, কোম্পানি এই সিরিজের মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করছে। যারা গেমিং, মাল্টিটাস্কিং এবং হাই-এন্ড ফটোগ্রাফি সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Redmi K90 এবং K90 Pro ফোনটি একটি ভালো অপশন হতে পারে। তবে জানিয়ে রাখি এখনও পর্যন্ত বেশ কিছু দিন আপকামিং সিরিজের জন্য অপেক্ষা করতে হবে। Redmi K90 সিরিজের লঞ্চ ডেট প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










