5G এর দৌড়ে Redmi ও কদম রাখলো, লঞ্চ করলো নিজের প্রথম 5জি ফোন Redmi Note 10T

চিনের ফোন তৈরি করা কোম্পানি Xiaomi আজকে ভারতীয় বাজারে Redmi ব্র‍্যান্ডের মধ্যে নিজের নতুন স্মার্টফোন Redmi Note 10T 5G লঞ্চ (Redmi 10T 5G launch in india) করলো। এই ফোনটি সম্পর্কে বহু দিন ধরেই টেক মার্কেটে লিক এবং তথ্য সামনে আসছিল, যার উপরে আজকে বিরাম লাগলো। এই ফোনের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হলো যে এটি রেডমি নোট সিরিজের প্রথম ফোন যা 5জি কানেক্টিভিটির সাথে ইন্ডিয়ান মার্কেটে এসেছে। এছাড়া মিডিয়াটেক ডায়মনসিটি 700 প্রসেসর, 48MP এর ট্রিপল রেয়ার ক‍্যামেরা আর 90Hz রিফ্রেশ রেটের মতো ফিচার্স দেওয়া আছে। এই ফোনের প্রতিযোগিতা ইন্ডিয়াতে থাকা Realme 8 5G এর সাথে হবে, যার দাম কিছু দিন আগেই কোম্পানি বাড়িয়েছে। আসুন আগে আপনাকে ফোনের দাম আর পুরো স্পেসিফিকেশন্স সম্পর্কে জানাই।

ডিজাইন

যদি কথা বলা হয় Redmi সবচেয়ে প্রথম 5G ফোনের ডিজাইনের তাহলে কোম্পানি এই ফোনকে পাঞ্চহোল ডিসপ্লের সাথে পেশ করেছে। ফোনের একদম মাঝে একটি পাঞ্চহোল দেওয়া আছে যার মধ্যে ফ্রন্ট ক‍্যামেরা আছে। এছাড়া ফোনের ফ্রন্টে দুই সাইড অনূকটাই কম বেজল আর নীচে হাল্কা চিন পার্ট আছে। ফোনের বটমে চার্জিঙের জন্য টাইপ-সি পোর্ট আর স্পীকার গ্রিল আছে। আবার সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে যা অন-অফ বাটনের কাজ করবে। এর উপরে ভলিউম বাটন আছে। যদি রেয়ার লুকের কথা বলা হয় তাহলে ফোনে ভার্টিকাল ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে। এই সেট‌আপে ডুয়াল ক‍্যামেরার পার্টিশান আলাদা আছে, যার মধ্যে এল‌ইডি ফ্ল‍্যাশ‌ লাইট‌ও আছে। আবার রেয়ারে নীচের দিকে রেডমি 5জি এর ব্র‍্যান্ডিং দেখা যাবে।

Redmi Note 10T 5G এর ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য রেডমি নোট 10টি 5জি ফোনে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া আছে, যার প্রাইমারি ক‍্যামেরা 48 মেগাপিক্সেলের। এর সাথে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপ্থ ক‍্যামেরা আছে। সেল্ফি এবং ভিডিও কলিঙের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা আছে।

Redmi Note 10 5G এর স্পেসিফিকেশন্স

স্পেসিফিকেশন্সের কথা বললে রেডমি নোট 10টি 5জি তে 6.5 ইঞ্চির ফুল‌এইচডি+ (1,080×2,400 পিক্সেল) ডিসপ্লে দেওয়া আছে, যার রিফ্রেশ রেট 90 হার্টজ। এছাড়া ফোনে (2 Cortex-A76 and 6 Cortex-A55) মিডিয়াটেক ডায়মনসিটি 700 প্রসেসরের সাথে Mali-G57 GPU আছে, যার সাথে 6GB পর্যন্ত র‍্যাম আর 128GB পর্যন্ত স্টোরেজ আছে। এটুকুই না ফোনে গেমিং টার্বো মোড‌ও দেওয়া আছে।

কানেক্টিভিটি হিসেবে 5জি, 4জি এল‌টিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি5.1, এন‌এফসি, ইউএসবি টাইপ-সি আর 3.5 মিমি জ‍্যাক আছে। ফোনে 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারী দেওয়া আছে, যার সাথে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি হলো যে ফোনটিকে একবার চার্জ করলে দুই দিন চলবে। এছাড়া রেডমি নোট 10টি 5জি ফোনটি অ্যান্ড্রয়েড 11 এ আধারিত MIUI এ কাজ করবে।

Redmi Note 10 5G এর প্রাইস আর সেল

কোম্পানি ফোনটিকে Metallic Blue, Green circleMint Green, White Large squarechromium White আর Black heartGraphite Black কালার অপশনে পেশ করেছে। ডিভাইসটিকে কোম্পানি দুটি র‍্যাম এবং দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করেছে। Redmi Note 10T 5G এর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা আর 6GB র‍্যাম আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা। ফোনের সেল 26 জুলাই থেকে এম‌আই.কম আর আমাজন ইন্ডিয়াতে করা হবে। এছাড়া ফোনে এইচডি‌এফসি ব‍্যাঙ্ক ক্রেডিট কার্ড আর EMI অপশনের সাথে 1,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here