শাওমির নোট সিরিজ ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয় এবং এই সিরিজের ফোন লঞ্চ হলে জনগণের মধ্যে আলাদাই উত্তেজনা দেখা যায়। আজ কোম্পানি তাদের Redmi Not1 14 সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Redmi Note 14 সহ Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro+ স্মার্টফোন পেশ করা হয়েছে। Redmi Note 14 এবং Redmi Note 14 Pro ফোনের সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 14 Pro ফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Redmi Note 14 Pro এর দাম এবং অফার
কোম্পানির পক্ষ থেকে Redmi Note 14 Pro স্মার্টফোনটি 2টি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 24,999 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 26,999 টাকা রাখা হয়েছে। 13 ডিসেম্বর অনলাইন স্টোর ফ্লিপকার্ট সহ ইন্ডিয়া স্টোর এবং অনলাইন স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হবে।
Redmi Note 14 Pro এর স্পেসিফিকেশন
ডিজাইন
কোম্পানির পক্ষ থেকে Redmi Note 14 Pro ফোনের ডিজাইনের ক্ষেত্রে পলিকার্বনেট প্লাস্টিকের তৈরি মেটাল ফ্রেম ব্যাবহার করেছে। অন্যদিকের এই ফোনের আরও একটি মডেলে ভালো এক্সপিরিরেন্সের জন্য পিউ লেদার দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেল আরও সুন্দর দেখানোর জন ডুয়েল কালার ব্যাবহার করা হয়েছে। কোম্পানির এই ফোনে জল এবং ধুলো থেকে সুরক্ষার জন আইপি68 রেটিং সহ পেশ করা হয়েছে।ফোনের ডায়মেনশন 162.33 x 74.42 x 8.4mm। এই ফোনের ওজন 190 গ্রাম রয়েছে।
ডিসপ্লে
Redmi Note 14 Pro ফোনে 6.67 ইঞ্চির 1.5কে 3ডি কার্ভ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনে দামের অনুযায়ী 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন দেওয়া হয়েছে। এই ফোনে পাঞ্চ-হোল কাটআউট সহ স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 কোটিং, যা ফোনটিকে স্ক্যাচ থেকে সুরক্ষা দেবে। একইসঙ্গে এই ফোনে 3000 নিটস পিক ব্রাইটনেস এবং 120 হার্টস স্ক্রিন রিফ্রেশ রেট সাপোর্ট করে।
হার্ডওয়্যার
এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর কোটেক্স —এ78 আর্কিটেকচার সহ 2.5Gহার্টজ ক্লক স্পীডে কাজ করে। একইসঙ্গে 8 GB RAM ও 128 এবং 256 GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে। এই ফোনটিতে ফাস্ট ডেটা ট্রান্সফার জন্য ইউএফএস 2.2 সহ পেশ করা হয়েছে। হেভি গেমিঙ চলাকালীন ফোনটিকে ঠাণ্ডা রাখার জন্য 13780mm2 গ্রেফাইড শিট দেওয়া হয়েছে।
সফটওয়্যার
ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 এবং হাইপারওএস 1.0 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
ক্যামেরা
এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে 50MP এবং Sony LYT-600 সেন্সর দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনে OIS সাপোর্ট যোগ করা হয়েছে। ফোনে 2MP সেকেন্ডারি সেন্সর এবং কোম্পানির পক্ষ থেকে ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে, ফলে অনেকটাই কাছের থেকে পরিষ্কার ফটো তোলা যাবে। অন্যদিকে এই ফোনে 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে। এই ফোনে 30 এফপিএস সহ 4কে রেকর্ডিং করতে ক্ষমতাসম্পন্ন। একইভাবে সেলফি জন্য ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
Redmi Note 14 Pro ফোনটিতে 45W টার্বো চার্জিং সাপোর্টেড 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
কানেক্টিভিটি
এই ফোনে ডুয়েল সিম সহ দুটি ন্যানো স্লট দেওয়া হয়েছে। ফোনে ওয়াইফাই 6 সহ ব্লুটুথ 5.4 রয়েছে। একইসঙ্গে দুটি সিমে 5জি ব্যাবহার করা যাবে। এই ফোনে ডুয়েল অডিও সহ ডলবি অ্যাটমস সাপোর্ট করে।