বিগত কয়েক বছর ধরে ভারতের বাজারে সেলের নতুন নতুন রেকর্ড করা স্মার্টফোন সিরিজের নতুন ভার্সন দেশের বাজারে আসতে চলেছে। আগামী মাসে অরথা ডিসেম্বর মাসে Redmi Note 14 series ভারতে লঞ্চ করা হতে পারে। এই সিরিজের অধীনে Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Pro+ স্মার্টফোন পেশ করা হবে। সিরিজের টপ মডেল Redmi Note 14 Pro+ ফোনের দাম কত হবে এবং এতে কি কি ফিচার পাওয়া যাবে সেই বিষয়ে সম্ভাব্য ডিটেইলস নিচে বিস্তারিত আলোচনা করা হল।
ভারতে আসছে Redmi Note 14 Pro+
9 ডিসেম্বর ভারতে Redmi Note 14 সিরিজ লঞ্চ করা হবে। ব্র্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এই সিরিজের টপ মডেল হিসাবে Redmi Note 14 Pro Plus 5G ফোনটি পেশ করা হবে, যা সিরিজের সবচেয়ে বড় ও টপ মডেল হবে। 9 ডিসেম্বর দুপুর 12টার সময় Redmi Note 14 Pro Plus 5G ফোনের লঞ্চ শুরু হবে এবং কোম্পানির সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এটি লাইভ দেখা যাবে
Redmi Note 14 Pro+ ফোনের ছবি
Redmi Note 14 Pro+ ফোনের ভারতীয় দাম
- 8GB RAM + 128GB Storage – ₹31,999
- 8GB RAM + 256GB Storage – ₹33,999
- 12GB RAM + 512GB Storage – ₹36,999
Redmi Note 14 Pro+ ফোনটি মিড বাজেট সেগমেন্টে পেশ করা হবে। আমাদের ধারণা অনুযায়ী ভারতে এই ফোনটি 31,999 টাকা প্রাথমিক দামে পেশ করা হবে। ফোনটির টপ মডেলের দাম 36,999 টাকা রাখা হতে পারে। অর্থাৎ এই ফোনটির দাম 30 হাজার থেকে 35 হাজার টাকার মধ্যে হতে পারে। নতুন লিক অনুযায়ী এই ফোনের 8GB+128GB মডেলের দাম 34999 টাকা, 8GB+256GB মডেলের দাম 36,999 টাকা এবং 12GB+512GB মডেলের দাম 39,999 টাকা হবে বলে জানা গেছে।
Redmi Note 14 Pro+ ফোনের স্পেসিফিকেশন
- 6.67″ 1.5K Curved AMOLED Screen
- Qualcomm Snapdragon 7s Gen 3
- 12GB RAM + 512GB Storage
- 50MP+50MP+2MP Back Camera
- 50MP Front Camera
- 90W Fast Charging
- 6,000mAh Battery
ডিসপ্লে
Redmi Note 14 Pro Plus 5G ফোনে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পাঞ্চ হোল স্ক্রিন কার্ভ ওএলইডি প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট, 3000nits ব্রাইটনেস ও 1920Hz PWM ডিমিং সাপোর্ট করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও Dolby Vision টেকনোলজি সহ গোরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন যোগ করা হয়েছে।
পারফরমেন্স
Redmi Note 14 Pro+ 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং Hyper OS সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস যেন 3 অক্টাকোর প্রসেসর রয়েছে। এই প্রসেসরে চারটি 1.8GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A520 কোর, তিনটি 2.4GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A720 Kryo Gold কোর এবং একটি 2.5GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A720 Kryo Prime কোর দেওয়া হয়েছে।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে Redmi Note 14 Pro+ ফোনটি SuperAI স্মার্টফোন হতে চলেছে এবং এতে 20টিরও বেশি AI Features থাকবে। এর মাধ্যমে ফটো তোলা থেকে শুরু করে ভিডিও এডিটিং, ট্রান্সলেশন, ইন্টারনেট সার্চের মতো বিভিন্ন কাজ করা যাবে। জানিয়ে রাখি রেডমি তাদের ভার্চুয়াল এআই অ্যাসিস্ট্যান্টের নাম রেখেছে AiMi এবং এটি Apple এর siri এর মতোই ইউজারদের সাহায্যে করবে।
ক্যামেরা
Redmi Note 14 Pro+ ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.6 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT800 প্রাইমারি সেন্সর, 50MP পোর্ট্রেট টেলিফটো লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য ফোনটিতে 20MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 14 Pro+ ফোনে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।