আগস্ট মাসে রেডমি হোম মার্কেট চীনে তাদের ‘নোট 15’ সিরিজ লঞ্চ করেছিল। এই সিরিজের অধীনে Redmi Note 15, Note 15R, Note 15 Pro এবং Note 15 Pro+ ফোনগুলি পেশ করা হয়েছে। এবার ভারতের বাজারে কোম্পানি তাদের এই সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। একটি নতুন লিকের মাধ্যমে Redmi Note 15 সিরিজ ভারতের লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Redmi Note 15 সিরিজের লিক ডিটেইলস সম্পর্কে।
টিপস্টার অভিষেক যাদবের মাধ্যমে Redmi Note 15 সিরিজের ভারতের বাজারে লঞ্চ টাইমলাইন সম্পর্কে তথ্য জানা গেছে। লিক ডিটেইল অনুযায়ী এই বছর রেডমি ফ্যানদের জন্য নতুন কোনো ফোন পেশ করা হবে না। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী নতুন বছরের শুরুতে অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসে কোম্পানি ভারতে তাদের রেডমি নোট সিরিজ লঞ্চ করবে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই ভারতের বাজারে সিরিজটি পেশ করা হতে পারে। তবে কোম্পানি শুধুমাত্র Redmi Note 15 সিরিজে চীনের মডেলগুলোই লঞ্চ করবে না কি ‘Pro’ মডেলও পেশ করবে তা এখনও পর্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে না।

চীনের বাজারে Redmi Note 15 ফোনটি Snapdragon 6s Gen 3 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। এটি Xiaomi HyperOS 2 সহ কাজ করতে সক্ষম। ফোনটির টপ ভেরিয়েন্টে 12GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। Redmi Note 15 ফোনটিতে 6.77 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50MP LYT400 প্রাইমারি সেন্সর ও 2MP ডেপথ সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি সেন্সর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5800mAh ব্যাটারি রয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 45W ফাস্ট চার্জিং ও 18W রিভার্স চার্জিং ফিচার দেওয়া হয়েছে। এছাড়া ফোনটিতে IP66 রেটিং যোগ করা হয়েছে।
প্রসেসিঙের জন্য Redmi Note 15R ফোনটি Snapdragon 6s Gen 3 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,000mAh ব্যাটারি রয়েছে, এটি Note 15 ফোনের তুলনায় অনেকটাই বড়। একইসঙ্গে দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 33W ফাস্ট চার্জিং এবং 18W রিভার্স চার্জিং দেওয়া হয়েছে। এই Redmi 5G ফোনটিতে 6.9 ইঞ্চির FullHD+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট ও 850nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 5, Bluetooth 5.1, NFC, এবং ইনফ্রারেড সেন্সর যোগ করা হয়েছে। অন্যদিকে ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং রয়েছে।

বিশ্বের প্রথম Redmi Note 15 Pro+ ফোনটি Snapdragon 7s Gen 4 চিপসেট সহ লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Redmi Note 15 Pro ফোনটিতে MediaTek Dimensity 7400-Ultra প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোন দুটিতে 6.83 ইঞ্চির কার্ভড OLED ডিসপ্লে রয়েছে, ফলে প্রিমিয়াম ভিউয়িং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। অন্যদিকে ফোনটিতে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP66 + IP68 + IP69 + IP69K রেটিং রয়েছে।
ফটোগ্রাফির জন্য Pro ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP Sony LYT600 প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। অন্যদিকে প্রো+ ফোনটিতে 50MP Light Fusion 800 প্রাইমারি OIS সেন্সর, 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স, এবং 2.5X 50MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য Note 15 Pro ফোনটিতে 20MP ফ্রন্ট ক্যামেরা এবং Note 15 Pro+ ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 15 Pro এবং Note 15 Pro+ 5G ফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তবে দ্রুত চার্জ করার জন্য Note 15 Pro ফোনটিতে 45W ফাস্ট চার্জিং এবং Note 15 Pro+ ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। একইসঙ্গে উভয় ফোনেই 22.5W রিভার্স চার্জিং সাপোর্ট করে, এর মাধ্যমে অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে। জানিয়ে রাখি ভারতে আসন্ন Redmi Note 15 Pro+-ফোনটির স্পেসিফিকেশন চীনে লঞ্চ হওয়া মডেলের তুলনায় কিছুটা আলাদা হতে পারে।









