12000mAh ব্যাটারি এবং 12 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ হল REDMI Pad 2 Pro, 27W রিভার্স চার্জিং সহ করবে পাওয়ার ব্যাঙ্কের কাজ

টেক মার্কেটে Xiaomi সাব ব্র্যান্ড রেডমি তাদের নতুন ট্যাবলেট লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে REDMI Pad 2 Pro ট্যাবলেটটি 5G এবং Wi-Fi কানেক্টিভিটি অপশন সহ পেশ করা হয়েছে। এই ট্যাবলেটে সিম ব্যাবহার করা যাবে। ট্যাবলেটটির বিশেষত্ব হল বড় ব্যাটারি এবং বড় ডিসপ্লে সহ ফাস্ট রিভার্স চার্জিং ফিচার। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক REDMI Pad 2 Pro ট্যাবলেটের স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

REDMI Pad 2 Pro ট্যাবলেটটিতে 2560 × 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 12.1 ইঞ্চির 2.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 360Hz টাচ স্যাম্পেলিং রেট এবং 600nits ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানির পক্ষ থেকে ট্যাবলেটের স্ক্রিনে অ্যান্টি গ্লেয়ার ম্যাট গ্লাস ব্যাবহার করা হয়েছে, এর ফলে বাইরের লাইট রিফ্লেকশন কম পড়ে এবং ভালভাবে কন্টেন্ট উপভোগ করা যায়।

এই নতুন রেডমি ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড 15 এবং HyperOS 2 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য ট্যাবটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকমের Snapdragon 7 Gen 4 অক্টাকোর প্রসেসর রয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ট্যাবলেটটিতে Adreno 722 GPU দেওয়া হয়েছে। জানিয়ে রাখি ট্যাবটি LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ সহ পেশ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য REDMI Pad 2 Pro 5G ট্যাবটিতে এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 13 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে ওয়াইফাই মডেলে 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে ভিডিও কনফারেন্স বা অনলাইন মিটিঙের জন্য ট্যাবটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরার সাহায্যে 30fps 1080P video রেকর্ডিং করা যাবে।

REDMI Pad 2 Pro 5G ট্যাবলেটটিতে বড় ব্যাটারি রয়েছে। এই ট্যাবলেটটিতে 12,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 33W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। এই ট্যাবলেটের মাধ্যমে অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে, এর জন্য 27W reverse charge টেকনোলোজি রয়েছে। এর সাহায্যে দ্রুত ইয়ারবাড, স্মার্টওয়াচ বা অন্যান্য ডিভাইস চার্জ করা যাবে।

ট্যাবলেটটিতে মিউজিকের জন্য Dolby Atmos কোয়াড স্পিকার রয়েছে। অন্যদিকে কানেক্টিভিটির জন্য Wi-Fi 6 ও Bluetooth 5.4 দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে ট্যাবলেটটির সঙ্গে REDMI Smart Pen এবং REDMI Pad 2 Pro Keyboard যোগ করা হয়েছে। একইসঙ্গে ট্যাবে 2TB পর্যন্ত মেমরি কার্ড ব্যাবহার করা যাবে।

REDMI Pad 2 Pro 5G ট্যাবলেটের Wi-Fi কানেক্টিভিটি সহ মডেলের 6GB + 128GB স্টোরেজ অপশন 299.99 ইউরো (প্রায় 31,199 টাকা) এবং 8GB + 256GB স্টোরেজ অপশন 349.99 ইউরো (প্রায় 36,399 টাকা) দামে লঞ্চ করা হয়েছে। অন্যদিকে REDMI Pad 2 Pro 5G ট্যাবলেটের 6GB + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 379.99 ইউরো অর্থাৎ প্রায় 39,499 টাকা রাখা হয়েছে। গ্লোবাল বাজারে ট্যাবলেটটি Graphite Gray, Silver, Lavender Purple কালার অপশনে পেশ করা হয়েছে।

জানিয়ে রাখি এখন REDMI Pad 2 Pro 5G ট্যাবলেটটি ভারতে লঞ্চ করা হবে না। যারা মিড বাজেট রেঞ্জে নতুন ট্যাবলেট কেনার কথা ভাবছেন, তাদের জন্য জুলাই মাসে 23,999 টাকা দামে লঞ্চ হওয়া Acer Iconia Tab iM11 ট্যাবটি একটি ভালো অপশন। এই ট্যাবলেটটিতে MediaTek Helio G99 প্রসেসর, 7,400mAh ব্যাটারি এবং 11.45 ইঞ্চির 2.2K ডিসপ্লে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here