আগামী 9 ডিসেম্বর রেডমি তাদের Redmi Note 14 সিরিজ ভারতে লঞ্চ করবে। একদিকে যেমন ভারতীয় ইউজাররা এই নোট সিরিজের অপেক্ষা করছে, অন্যদিকে গ্লোবাল মার্কেটের মাধ্যমে কোম্পানির Redmi Turbo 4 স্মার্টফোন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। 3সি সার্টিফিকেশন সাইটে আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের চার্জিং ফিচার ডিটেইলস লিক হয়েছে।
Redmi Turbo 4 এর সার্টিফিকেশন ডিটেইলস
3C সার্টিফিকেশন সাইটে Redmi Turbo 4 স্মার্টফোনটি লিস্টেড হয়েছে। এই সার্টিফিকেশন সাইটের মাধ্যমে আপকামিং ফোনটি 24129RT7CC মডেল নাম্বার সহ দেখা গেছে। 3C ডেটাবেসের মাধ্যমে জানা গেছে আপকামিং Redmi Turbo 4 ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। তবে লিস্টিঙের মাধ্যমে ফোনের ব্যাটারি সম্পর্কে জানা যায়নি, কিন্তু ফোনটিতে MDY-14-EC মডেল নাম্বার সহ পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া হবে বলে জানা গেছে।
Redmi Turbo 4 এর স্পেসিফিকেশন (লিক)
সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Redmi Turbo 4 ফোনটি MediaTek Dimensity 8400 প্রসেসর সহ লঞ্চ করা হবে। তবে এখনও পর্যন্ত কোনো স্মার্টফোন এই প্রসেসর সহ লঞ্চ করা হয়নি। এই তথ্য সঠিক হলে Redmi Turbo 4 ফোনটি Dimensity 8400 প্রসেসর সহ বিশ্বের প্রথম ফোন হবে।
Redmi Turbo 4 ফোনটিতে 6,000mAh থেকে বেশি পাওয়ারযুক্ত ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে এই ফোনটিতে 1.5K রেজোলিউশন সাপোর্টেড ফ্ল্যাট এমোলেড ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। তবে এখনও পর্যন্ত ফোনটি সম্পর্কে বেশি তথ্য প্রকাশ্যে আসেনি, পরবর্তী সময়ে এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
Redmi Turbo 3 এর ডিটেইলস
- ডিসপ্লে: Redmi Turbo 3 ফোনে 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির পাঞ্চ-হোল ডিসপ্লে যোগ করা হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে আল্ট্রা-থিন বেজল,120Hz রিফ্রেশ রেট এবং 2,400 নিটস্ পীক ব্রাইটনেস সাপোর্ট করে। একই সঙ্গে সুরক্ষার জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।
- প্রসেসর: Redmi Turbo 3 ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং হাইপারওএস সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানি Redmi Turbo 3 ফোনে পাওয়ারফুল পারফরমেন্সের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকাশনে তৈরি এবং 3GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টা-কোর প্রসেসর যোগ করা হয়েছে। চীনে ফোনটি 16GB RAM + 1TB ইন্টারনাল স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।
- ক্যামেরা: Redmi Turbo 3 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ ও OIS সহ 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। তবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি সহ 90W ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।