ফ্রিতে পাওয়া যেতে পারে Jio এর 5G Phone, জেনে নিন কোম্পানির প্ল্যান

ইন্ডিয়াতে 5G এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিগত দিনে ভারত সরকারের DOT অর্থাৎ ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন দ্বারা ভারতীয় টেলিকম কোম্পানি গুলিকে দেশে 5জী টেস্টিং এর মঞ্জুরি দেওয়া হয়েছে আর এই কোম্পানি গুলির মধ্যে Airtel, Reliance Jio, Vodafone Idea আর MTNL আছে। অনূমতি পাওয়ার পরে সব টেলিকম কোম্পানি নিজের স্পেক্ট্রাম আর এসেট্স অনুযায়ী 5জী ট্রায়াল শুরু করতে পারে। এই সবের মধ্যে Reliance Jio আগেই বলে দিয়েছে যে কোম্পানি ভারতে নিজের 5জী টেকনোলজি ব‍্যবহার করবে। আবার অন‍্যদিকে Jio আর Google একসাথে হয়ে একটি স্মার্টফোনে কাজ করছে যা 5জী কানেক্টিভিটি সাপোর্টের সাথে আসতে পারে। জিও এর প্রস্তুতি দেখে এরকম মনে হচ্ছে যে 4G Feature Phone JioPhone এর মতোই Jio 5G Phone ও ইন্ডিয়াতে বিনামূল্যে বিক্রি করতে পারে।

বিনামূল্যে পাওয়া যাবে Jio 5G Phone

রিলায়েন্স জিও এর আপকামিং 5জী স্মার্টফোন‌কে কোম্পানি দ্বারা বিনামূল্যে উপলব্ধ করা যেতে পারে। সবার আগে মনে করিয়ে দিই যে Jio ই একমাত্র কোম্পানি ছিল যারা সারা দেশে Jio LTE এর সবচেয়ে বেশি আর দ্রুত বিস্তার করেছিল এবং 4জী ডেটা এর দাম‌ও কম রেখেছিল। শুরুতে জিও দ্বারা 4জী পরিষেবা বিনামূল্যে দেওয়া হয়েছিল, যার পরে কোম্পানি টেলিকম ক্ষেত্রে‌র সাথে মোবাইল বাজারে‌ও পদার্পণ করেছিল আর 4জী ফিচার ফোন‌ও পেশ করেছিল। কোম্পানি JioPhone কেও সিকিউরিটি মানি এবং প্ল‍্যানের সাথে বিনামূল্যে পেশ করেছিল।

রিলায়েন্স ওই সময় সিমিত স্পেক্ট্রাম আর নেটওয়ার্ক কভারেজ থাকা সত্ত্বেও লোকেদের 4জী ফোন আর 4জী ডেটা দিয়েছিল কিন্তু এখন কোম্পানি 5জী এর প্রস্তুতি আগে থেকেই পুরো করে নিয়ে এগোচ্ছে। এইবারে জিও সবার সাথে স্পেক্ট্রাম নিজের নামে করিয়েছে যা জিও গ্রাহকদের সুন্দর কভারেজ প্রদান করবে। ফিচার ফোন ইউজার্সদের 4জী পর্যন্ত নিয়ে আসার পরে কোম্পানির টার্গেট সেইসব 4জী ইউজারকে 5জী নেটওয়ার্কে আনা‌ও হতে পারে।আর এর জন্য কোম্পানি নিজের বানানো 5G JioPhone কে বিনামূল্যে বিক্রি করতেও দিধাবোধ করবে না।

জিও 5জী ফোন কি সস্তা হবে

আজকে ভারতীয় বাজারে 15,000 টাকার‌ও কম দামের 5G SmartPhone উপলব্ধ হয়ে গেছে। আগামী দিনে এই প্রাইস সেগ্মেন্ট 10,000 টাকার‌ও কমে পৌঁছে যাবে। আবার অন‍্যদিকে জিও নিজের 5জী ফোনের জন্য টেক দিগ্গজ Google এর সাথে হাত মিলিয়েছে। এই দুই কোম্পানি মিলে খুবই কম খরচার অ্যান্ড্রয়েড ফোন তৈরি করছে। হতে পারে এই 5জী জিওফোন এর পাওয়ারফুল স্পেসিফিকেশন্স এখনো পাওয়া যায়নি কিন্তু কোম্পানি নিজের সস্তা ফোন 5জী কানেক্টিভিটি যুক্ত করবে।

মোবাইল ফোনের পরে এখন নেটওয়ার্ক আর 5G Plans এর কথা বললে এই জায়গায়‌ও রিলায়েন্স জিও নিজের টেকনিকের সাহায্যে 5জী সার্ভিস আনতে পারে। কোনো বিদেশি কোম্পানি বিনিয়োগ করলে এই 5জী কানেক্টিভিটি এর দাম‌ও কম পরবে আর এর প্রভাব জিও এর প্রভাব 5জী টেলিকম প্ল‍্যানেও পরবে। নিজের টেকনিক এবং নেটওয়ার্ক হ‌ওয়ায় হতে পারে যে ওই ফ্রি দেওয়া 5G Jio Phone এর সাথে কোম্পানি বান্ডেল প্ল‍্যান‌ও উপলব্ধ করবে আর ইউজার্সদের ওই ফোনের দাম না শুধুমাত্র টেলিকম প্ল‍্যানের‌ই দাম দিতে হবে।

5G আনার জন্য Jio এর প্রস্তুতি

4G এর ক্ষেত্রে ক্রান্তি আনা জিও এখন শুরু থেকেই 5G টেকনোলজি এর কামান নিজের হাতে রাখতে চলেছে। কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এটি পরিস্কার জানিয়েছে যে জিও কোম্পানি 5G RAN আর 5G core network এর কমার্শালাইজ করার এডভান্স স্টেজে পৌছে গেছে। জিও এর পক্ষ থেকে এও বলা হয়েছে যে কোম্পানি দেশে নিজের 5জী টেকনিকে কাজ করছে। আবার স্পেক্ট্রাম এর ক্ষেত্রে‌ও Jio অন্য কোম্পানি‌কে পিছনে রেখে দেশে 22টি সার্কেলে স্পেক্ট্রাম কিনে নিয়েছে। জিও এই কথাও স্বীকার করেছে যে কোম্পানির নেটওয়ার্ক 5জীর লোড নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।

কবে লঞ্চ হবে Jio 5G Smartphone

আবার 5G Jiophone এর কথা বললে গত কিছুদিনে একটি রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানি ফোনের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট নিয়ে মে-জুনের টাইমলাইন ঠিক করেছে আর এই সময় পর্যন্ত আসতে চলা 5জী ফোনের আর এন্ড ডী এর কাজ পুরো করতে হবে। শোনা যাচ্ছে যে এই ফোনের কাজে Reliance Jio এর সাথে টেক দিগ্গজ কোম্পানি Google ও সাথে থাকছে আর জিও এর এই 5জী ফোধ গুগলের সাথে মিশেই বানাচ্ছে।

রিপোর্ট অনুযায়ী জিও 5জী ফোনের ডেভেলপমেন্ট কাজ পুরো হ‌ওয়ার পরে কোম্পানি এই বছর অর্থাৎ 2021 এর অন্য তিনমাসে এটি মার্কেটে লঞ্চ করে দেবে। অর্থাৎ জুলাইয়ের পরে Jio 5G Phone ভারতে লঞ্চ হয়ে সেলের জন্য উপলব্ধ হতে পারে। আবার হতে পারে যে এই ফোনটি কোম্পানির এই বছরে হতে চলা এজিএম মিটিঙে‌ও অফিসিয়ালি লঞ্চ করে দেওয়া হবে। একটি বড়ো খবর এও যে জিও 5জী ফোনের সাথে সাথে রিলায়েন্স জিও কম দামের ল‍্যাপটপ JioBook ও লঞ্চ করবে।

5G Jio Phone এর ফিচার্স আর স্পেসিফিকেশন্স

এখনো পর্যন্ত লিক সামনে এসেছে সেই অনুযায়ী জিও 5জী ফোনে 5ইঞ্চির থেকে বড়ো স্ক্রিন দেখা যাবে। ইউজার ফ্রেন্ডলি হ‌ওয়ার জন্য এই ফোনে শর্টকাট গুগল অ্যাসিস্টেন্ট বাটন দেওয়া যেতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড গো ওএস এ লঞ্চ হতে পারে আর এই জন‍্য ফোনে 2জীবী পর্যন্ত র‍্যাম মেমরি দেওয়া যেতে পারে। আশা করা যায় যে ফোনে মেমরি কার্ড সাপোর্ট কম করে 256জীবী পর্যন্ত হবে। আবার ভিডিও কলিং এর জন্য 5মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য জিও 5জী ফোনে 3,000এম‌এএইচ এর ব‍্যাটারী দেওয়া হবে।

Reliance Jio আধিকারিক ভাবে ঘোষণা করেছে যে কোম্পানির 5G নেটওয়ার্ক প্রস্তুত আর ভারতে 5জী স্পেক্ট্রাম উপলব্ধ হলেই এটি শুরু করে দেওয়া হবে। আশা করা যাচ্ছে যে 2021 এ ভারতে 5জী স্পেক্ট্রাম এর নিলামি এর জন্য উপলব্ধ হয়ে যাবে আর তারপরে সার্ভিস‌ও শুরু হয়ে যাবে। 5জী ঘোষণা করার সময় আম্বানি পরিস্কার বলেছিল যে জিও 5জী নেটওয়ার্ক পুরোপুরি ‘Made In India’ হবে। এর সাথেই তারা Google এর সাথে হাত মিলিয়ে নিজের 5G SmartPhone বানানোর কথা‌ও বলেছে। কোম্পানি ফোনের নাম এখনো বলেনি কিন্তু এটি বলেছে যে এগ ফোনটি Made In India অবশ্যই হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here