শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ হতে পারে OnePlus Pad 2, গীকবেঞ্চে হল লিস্টেড

ওয়ানপ্লাস তাদের প্রিমিয়াম ট্যাবলেট নিয়ে কাজ করছে। আগামী কয়েক মাসের মধ্যেই এই ট্যাবলেটটি OnePlus Pad 2 নামে লঞ্চ করা হতে পারে। এই ট্যাবলেটটি ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর এবং বিভিন্ন শক্তিশালী স্পেসিফিকেশন সহ পেশ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগেই এই ট্যাবলেটটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গীকবেঞ্চে গুরুত্বপূর্ণ ফিচার সহ লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ট্যাবলেটের সম্প্রতি লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য সম্পর্কে।

OnePlus Pad 2 এর গীকবেঞ্চ লিস্টিং ডিটেইলস

  • গীকবেঞ্চ লিস্টিঙে ওয়ানপ্লাসের আপকামিং ট্যাবলেটটি OPD2404 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মের ইমেজ অনুযায়ী এই ট্যাবলেটটি সিঙ্গেল-কোর টেস্টে 2,079 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 6,077 স্কোর করেছে। এই স্কোর দেখে আভাস পাওয়া যাচ্ছে আপকামিং ট্যাবলেটটি শক্তিশালী হতে চলেছে।
  • গীকবেঞ্চ লিস্টিঙের ডিটেইলস অনুযায়ী আপকামিং ওয়ানপ্লাস ট্যাবলেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে।
  • দুর্দান্ত পারফরমেন্সের এবং স্পীডের জন্য Pad 2 ট্যাবলেটে উপরোক্ত চিপসেট সহ 8GB RAM দেওয়া হতে পারে। এছাড়া অন্যান্য স্টোরেজ অপশন সহ পেশ করা হতে পারে।
  • OnePlus Pad 2 মডেলে অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।

OnePlus Pad 2 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী OnePlus Pad 2 ট্যাবলেট ওপ্পো প্যাড 3 ট্যাবলেটের রিব্র্যান্ড ভার্সন হতে পারে। এই আপকামিং ডিভাইসটিতে 12.1ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 144Hz রিফ্রেশ রেট এবং 900নিটস ব্রাইটনেস সহ লঞ্চ করা হতে পারে।
  • প্রসেসর: গীকবেঞ্চ এবং আগের লিক অনুযায়ী প্রসেসিঙের জন্য এই ট্যাবলেটটিতে ফ্ল্যাগশিপ লেবেলের স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে বলে জানানো হয়েছে।
  • স্টোরেজ: এই আপকামিং ট্যাবলেটে 8GB, 12GB পর্যন্ত LPDDR5x RAM এবং 256GB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করতে পারে।
  • ক্যামেরা: এই ট্যাবলেটে 13 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: 3C সার্টিফিকেশন ওয়েবসাইট অনুযায়ী এই ট্যাবলেটে 67ওয়াট সুপারবুক চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here